নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যখন যে রকম

রঙিনমানুষ

আমি বেদনার রঙে রঙিন এক রঙিন ফানুষ।স্বপ্ন দেখি না কেবল যাপিত জীবনকে উপভোগ করি।

রঙিনমানুষ › বিস্তারিত পোস্টঃ

বায়োমেট্রিক বিড়ম্বনা

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

বাসার সব সিম আমার নামে রিরেজিস্ট্রেশন কইরা অবশেষে সফলভাবে বায়োমেট্রিক পাশ করলাম। রবি , গ্রামীন সিম না হয় কেনার সময় কাগজপত্র কিছু চায়ও নাই দি ও নাই। এগুলার বুজলাম রিরেজিস্ট্রেশনের দরকার আসে। টেলিটক বর্ণমালা , আগামী সিম দুইটা নেয়ার সময় ছবি, NID কার্ড, SSC সার্টিফিকেট সবই নিসে। ফরমে আঙুলের ছাপ নিসে। আজকে টেলিটকে কাস্টমার কেয়ারে ফোন করলাম জিজ্ঞেস করলাম সিম রিরেজিস্ট্রেশনের দরকার আসে কিনা । বলল, জী স্যার অবশ্যই দু কপি ছবি, NID কার্ড, আর আপনার আঙুলগুলো লইয়া চলে আসুন আমাদের কাস্টমার কেয়ারে।
তো আগে যে ছবি দিলাম, NID কার্ডের কপি দিলাম আরো ডকুমেন্ট জমা দিলাম সেগুলা কেন নিসিলেন? ফাইজলামিরও একটা সীমা আসে কিন্তু এদের ফাইজলামির কোন সীমা নাই। মগের মুল্লুক! দুই দিন পরপর কাজ কাম ফেলে রাইখা লাইন ধর সিম রেজিস্ট্রেশন করার জন্য। তাতেও শান্তি নাই। অনেকের নাকি আঙুলের ছাপ মিলে না ।
সুতরাং এখন সঠিক আঙুল ওয়ালাদের খুঁজে বের কর। যদি NID ডাটাবেইজেই ভুল আঙুলের ছাপ থাকে তাও আবার প্রায় দেড়কোটি তাইলে এসব করে লাভটা কি? কয়দিনপরই আবার শুনবেন সিম রিরিরেজিস্ট্রেশন করুন। এবার দেশসুদ্ধ মানুষের রেটিনা স্ক্যান করা হবে কারণ আঙুলের ছাপেও পুরোপুরি পরিচয় নিশ্চিত হচ্ছে না।
এভাবে প্যারা চলতেই থাকবে..............

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: বড়ই সমস্যা।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

রঙিনমানুষ বলেছেন: সমস্যার অন্ত নাই!!

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: একটা ভাল কাজের বিরোধিতা হচ্ছে কেনো

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

রঙিনমানুষ বলেছেন: ভাল কাজের বিরোধিতা কোথায় দেখলেন? আমরা গ্রাহকরা যে হয়রানির শিকার হচ্ছি সে সম্পর্কে লিখেছি। একই ডকুমেন্ট বারংবার চাচ্ছে কেন? NID কার্ডের কপি , ছবি তাদেরকে একবার দেয়া হয়েছে। সিম কেনার সময়ই সব কিছু দিয়েই কিনেছিলাম। তাহলে সেসব ডকুমেন্ট কোথায় গেল? আমার কথা হচ্ছে সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.