নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রনি ০৪৪

কিছুনা

রনি ০৪৪ › বিস্তারিত পোস্টঃ

কয় কি.................বাঁচতে হলে নাকি করতে হবে বিয়ে......

১২ ই মে, ২০১৩ রাত ৯:০৭

প্রাপ্তবয়স্ক অবিবাহিতদের জন্য দুঃসংবাদ। আর যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, অথচ এখনো সিঙ্গেল তাদের জন্য খবরটি আফশোসের।

কী সেই খবর?

খবর হলো বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়। মৃত্যু ঝুঁকিকেও অনেকাংশে কমিয়ে দেয়।

অবশ্যই বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে ।সম্প্রতি মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার পর এমন তথ্যই জানালেন।

নতুন এ গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা।

ইলিন বলেন, মাঝবয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এ বয়সে একাকীত্ব মানুষকে ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে।



বিস্তারিত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ৯:২১

শিপন মোল্লা বলেছেন: খবর হলো বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়

আলহামদুল্লাহ, কাজটা শেরে ফেলেছি।

২| ১২ ই মে, ২০১৩ রাত ৯:২৫

দুরন্ত সাহসী বলেছেন: মার্কিনিরা আর কত ষড়যন্ত্র করবে,আর কিছুতে না পেরে এখন বিয়ে করিয়ে ঝামেলায় ফেলে দিতে চায়,কথায় আছেনা যদি কারো ক্ষতি করতে চাও তাহলে তাকে বিয়ে করিয়ে দাও নয়তো মামলায় জড়িয়ে দাও :)

বিয়ে করলে বেশিদিন বাঁচবেন এটা ঠিক,কারণ মরার জন্য যেই শক্তি লাগে সেটাও থাকবেনা।

৩| ১২ ই মে, ২০১৩ রাত ৯:২৬

সাধারণ মুসলমান বলেছেন: ঠিক। তবে View this link

৪| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৪

জাহাঙ্গীর জান বলেছেন: ঐ লাড্ডু খাইলেও পস্হায় আর খেলেও পস্হায় হাঁ সেটা সঠিক এবং যুক্তিযুক্ত । দামপত্য জীবনে সুখী হলেই সেটা সম্ভব ।

৫| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫২

নীরব মানুষ বলেছেন: কস কি মমিন!!??
যারা বিয়া করছে করেছে নারী বা পুরুষ কেউ মনে হয় না এই কথাটারে বিশ্বাস করবে। নতুন ষড়যন্ত্র!!!হয় হেফাজতীর, নয় জামাতের, নয়, আ'লীগের, নয়তো বিএনপি'র!!!
এরশাদ চাচারও নয়া রোমান্টিক ফর্মূলা হইতে পারে!
অবিবাহিতরা সাবধান! ফাঁন্দে পইড়া আবার কাইন্দেন না!

৬| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:৫২

গোবর গণেশ বলেছেন: হে হে হে;;;;;; বাচ্চা পাইছেন নাকি? আমার এক দাদা ৯৫ বছর বয়সে মারা গেছেন, যিনি রাগ করে বিয়ে করেন নি। অথচ আমার নিজের দাদা মাত্র ৮০তেই শেষ। আরেক কাকা আছেন যিনিও বিয়ে করেন নি, তাঁর বয়স বর্তমানে পঞ্চাশের উপরে, উনারা অবশ্যই বিবাহিতদের চাইতে বেশিদিন বাঁচবেন। আর ওইযে শুনলাম স্বামী-স্ত্রীর সুখী সংসার' হা হা হা এই জিনিষ তো আর বাইনোকুলার দিয়াও খুইজ্যা পাইবেন না। ১০০% গ্যারান্টিড। আমিও সিরাম ই চিন্তা করতাছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.