![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যামেরিকান এয়ারলাইনসকে উদ্দেশ্য করে টুইটারে সারা নামে এক মেয়ের টুইট
আমার নাম ইব্রাহিম। আমি আফগানিস্তানের লোক। আল-য়েদার সঙ্গে যুক্ত। আগামী জুনে আমি খুব বড় কিছু একটা করতে যাচ্ছি। বাই।
সে এইটা আবার ট্যাগ করছিল অ্যামেরিকান এয়ারকে
ব্যাস কেল্লা ফতে এর ফলে তাদের উওর অ্যামেরিকান এয়ার বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে উত্তর দিয়েছিল, সারাহ, তোমার হুমকি আমরা সিরিয়াসলি নিয়েছি। তোমার আইপি অ্যাড্রেস ও বিস্তারিত নিরাপত্তা সংস্থা ও এফবিআইকে পাঠানো হয়েছে।
এইটা নিয়া তোলপার শুরু হইছে। অবস্থা বেগতিক দেখে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয় নাই । কয়েক জায়গায় View this link বলা হইছে তাকে গ্রেফতার করা হইছে View this link
সূএ কালেরকন্ঠ
অন্য সূএ
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০
ইমাম হাসান রনি বলেছেন: কি সাংঘাতিক। যদিও কয়েক জায়গায় বলা হইতেছে ডাচ ঐ মেয়েটাকে ধরা হইছে । আর বাংলাদেশে সবই সম্ভব
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫
চানাচুর বলেছেন: বাহ্ বাহ্!!
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: কিছু মানুষ থাকে যারা এটেনশন খুব লাইক করে। এবং তার জন্য হেন কাজ নাই যা করতে পারে না। মেয়েটা ঐ টাইপের। এই মেয়েটাই আমেরিকায় থাকলে হয়ত নেংটো হয়ে খেলার মাঠে দৌড় দিত।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫
ইমাম হাসান রনি বলেছেন: হুম সহমত। কিন্তু অবস্থা এতটা বেগতিক হবে সে আন্দাজ করতে পারে নাই ।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
উদাস কিশোর বলেছেন: মজা পেলাম
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
হেডস্যার বলেছেন:
তদন্ত ছাড়া কিভাবে বলা সম্ভব সে আল কায়েদার সাথে আসলেই জড়িত না ?
ধরে বাঁশ ডলা দিলেই সব ফকফকা হয়ে যাবে...
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২
দালাল০০৭০০৭ বলেছেন: মজাই
৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯
রাজু রহমান বলেছেন: চরম মজা পেলাম
৮| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫
চড়ুই বলেছেন: বাঘ আসছে বাঘ আসছে বললে ১দিন সত্যি বাঘ আসবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৬
ঢাকাবাসী বলেছেন: মেয়েটা ঐ কাজ এদেশে করলে এতক্ষনে রিমান্ডে নিয়া তার বারোটা বাজিয়ে ফেলত এদেশে পুলিশ। স্বীকার করিয়ে ছাড়ত সে আর তার চৌদ্দগুস্টি আলকায়েদা ফায়েদা সব কিছু! মৃত্্যুদন্ড হয়ে গেলেও অবাক হওয়ার নাই!