![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রার্থনা
সারা বিশ্বে শান্তি বর্ষিত হউক।
- হিন্দুর প্রার্থনা।
জগতের সকল প্রাণি সুখী হউক।
- বৌদ্ধ প্রার্থনা।
জগতের সকল মানুষকে ত্রাণ করো, প্রভু। - খ্রীস্টান প্রার্থনা।
মুসলিম উম্মাহর শান্তি ও সংহতি কামনা করছি, আমিন।
- মুসলমানদের প্রার্থনা।
এবার বলেন কোন ধর্ম সবার শান্তি চায়, কোন ধর্ম সার্বজনীন প্রার্থনা করলো?
২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রার্থনা কিংবা দোয়া-দোরদে কিছু হয় না; হলে ইসরায়েল-আমেরিকা কবেই ধ্বংস হয়ে যেতো। মুসলমানরা নামাজ পড়ে যতোটা না আল্লাহর কাছে পানাহ চায়, তারচেয়ে বেশি ওদের ধ্বংস কামনা করে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৩
মলাসইলমুইনা বলেছেন: কঠিন লেখা, কঠিন সব মন্তব্য (এখন পর্যন্ত প্রথম দুটো)
৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: সাহিত্যিক ভদ্রলোক আশ্চর্য হয়ে বললেন, "তাই নাকি? পড়ে শোনাও দেখি।" মেয়োটি তার গল্প পড়ে শোনাল: 'হায় আল্লাহ !' (আধ্যাত্মিক ভাব) সৈয়দ বংশীয়া চেচিয়ে উঠলেন (অভিজাত পরিবার), 'আমার একটি বাচ্চা হয়েছে, (গার্হস্থ্য জীবন) কিন্তু আমি জানি না এর বাবা কে?' (রহস্য) ।
কি বুঝলেন?
৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
নাঈমুর রহমান আকাশ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, অপেক্ষাকৃত কমশিক্ষিতরা মুসলমানদের বইগুলো লিখছেন।