![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য থাকাকালীন সময় প্রতিপক্ষ ও সাধারন মানুষের উপর গুন্ডামি করেছেন আলহাজ্ব মকবুল আহমেদ। মোহাম্মদপুর-ধানমন্ডি এলাকায় তার পেটোয়াবাহিনী এবং তিনি নিজে কি ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছেন তা মানুষ ভুলেনি।
এবার তিনি এমপি না থেকেও এখনো গুন্ডামী করছে্ন। গতকাল শমরিতা মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে যে দূর্ব্যবহার করেছেন তা পাড়ার ছিচকে মাস্তানদের হার মানিয়েছে। পত্রিকার হেডিংটা দেখুন জননেতার মুখের ভাষা, ব্যবহার কি জঘন্য।
গুন্ডামী,লুটপাট ও দুর্নীতে জর্জরিত এদের কাছে দেশ ও সাধারন মানুষ কি আশা করতে পারে?
আসলে কয়লা ধুলে ময়লা যায় না। ধিক.. ছি: ছি:..
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩
মিঃ সালাউদদীন বলেছেন: সাহসী লেখক !
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
মো: নিজাম গাজী বলেছেন: গুন্ডা বললে কিন্তু ভাই আপনার মাথার খুলি ও গুলি করে উড়ায় দিবে।
দারুন প্রতিবাদী লেখনি। শুভকামনা প্রিয় লেখক।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
শাহিন-৯৯ বলেছেন: এরকম গুন্ডা বাহিনী আছে বলেই তো আমাদের দুই নেত্রী এত সাহস দেখায়।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
হাঙ্গামা বলেছেন: এইটা একটা বেজাইত্তা কুত্তার ছাও..... কয়েক বছর কাছাকাছি থেকে দেখছি তো তাই কইতে পারলাম।
মোহাম্মদপুর এলাকার লোকজন এই লোকেরে ভোট দিয়া এমপি বানায়......আফসুস
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: ছিঃ ---