![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেট বন্ধ থাকলেই কি প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে?
বিবেকবোধ, নীতি নৈতিকতার মান ধ্বংস করে দিয়ে গত ৪৭ বছরে যে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে , সেখানে অধিকাংশ পরীক্ষার্থীদের কাছে যেনতেন ভাবে পরীক্ষায় পাশ করাটাই হবে মূখ্য। তাই এসব ইন্টারনেট টিন্টারনেট বন্ধ টন্ধ করে লাভ নাই।
অসাধু ব্যক্তিদের হাত দিয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে আসবেই। একটা কথা আছে চোর চুরি করে পেটের দায়ে।তার ক্ষুধার কাছে ধর্মের কথার কোন অর্থবহন করে না।
ঠিক এসব পরীক্ষার্থীর কাছে, পরিবারের কাছে সন্তানের যেনতেন পাশ প্রয়োজন। তাদের মধ্যে কোন মূল্যবোধ কাজ করে না। নীতিহীন শিক্ষানীতির ফল এসব । যার জন্য দায়ী আমাদের দেশের বর্তমান ও সাবেক সকল শাসকগোষ্টি।
জানতে মন চায় , ইন্টারনেট বন্ধের এরকম উর্বর মস্তিস্কের চিন্তার অধিকারীটা কে রে ভাই?
যত্তোসব রাবিশ, গাধা।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
আহমেদ জী এস বলেছেন: এমএইচ রনি১৯৭১ ,
কে আবার ? সম্ভবত আহাম্মক ও অশিক্ষিত নাহিদ মিয়া .............
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সিদ্ধান্ত যার বা যাদের মাথা থেকে বেরিয়েছে, তাদের মাথা ঘিলুর পরিবর্তে গাধার বর্জ্য দিয়ে ঠাসা।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাবিশ নারে ভাই, মৃদু দুর্নীতিবাজ !
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: সিদ্ধান্ত পরিরর্তিত হয়েছে। ইন্টারনেট বন্দ হচ্ছে না।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: তাদের কথা আমার বিনোদনের খোরাক যোগায়।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৭
সোহানী বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাবিশ নারে ভাই, মৃদু দুর্নীতিবাজ !.... হাহাহাহাহা
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৫
ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টের লেখা বিষয় এবং মন্তব্যগুলো সব মিলিয়ে ভালোই লাগল।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাথা ব্যথার বদলে মাথা কাটার ব্যবস্থা আর কী...
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
কিরমানী লিটন বলেছেন: যারা সর্বোচ্চ প্রবল প্রতিপক্ষকে শাস্তি দিতে পারে- মিথ্যা অভিযোগে তার প্রশ্ন ফাঁসের হোতা বা চক্রকে ধরতে পারেনা, এটা কেউ বিশ্বাস করে না। কি ধরবে টা- কে?
দেশ যাকে ওঁঝা মানে
সেই যদি সাঁপ,
তাকে বলি স্বাধীনতা
ডিজিটাল পাঁপ।।।
শুভেচ্ছা, সত্যকে নজরে আনার জন্য। ভালোবাডা.....