![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
http://www.ittefaq.com.bd/politics/2018/03/17/150817.html
নিউজ প্লাস নিউজ : সম্ভবত গত ২/১ বছর আগের ঘটনা। কানাডার কোন এক আদালতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী এক বাংলাদেশীর একটি মামলার আবেদনের প্রেক্ষিতে রায়ের এক জায়গায় কোর্ট লিখে দেয়, 'বাংলাদেশে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।'
ব্যস আর কি লাগে। সরকার ও তার সমর্থকরা মওকা পেয়ে গেলেন। বিরোধীদলকে ঘায়েল করতে আর কিছু লাগে?
এবার সম্ভবত বিএনপিও একটা সুযোগ পেয়ে গেল 'সন্ত্রাসী ' সংগঠনের তকমা মুছে ফেলার। কানাডার সর্বচ্চো কোর্টের রায়ের এক জায়গায় লিখেছে' হরতাল' পালন সন্ত্রাসী কার্যকলাপ নয়। '
দেখা যাক আগামী দিনগুলি এ দুইদল কে কাকে 'ব্লেইম গেমে'র রেসে পিছনে ফেলে নির্বাচনী বৈতরনী পার হয়।
উপরে দৈনিক ইত্তেফাকের নিউজ লিংকে আছে কানাডার সর্বচ্চো আদালতের রায় নিয়ে নিউজ।
২| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে হত্যা করে, উনার কবরের উপর বিএনপি গঠন করেছিলো জেনারেল জিয়া; মুলত: তাদের রেখেছিল নেতৃত্বে, যারা বাংলাদেশ চাহেনী। কানাডা বলতে হবে কেন, আপনার ভাবনায় কি সেটা আসে না? শুধুশুধু মাথা একটা কাঁধে নিয়ে হাঁটছেন?
৩| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: কয়েক দিন আগেই আমি খবরটি পাই।
এই খবর পড়ার পড়ে আওয়ামীদের যে কি অবস্থা হবে সেটা খুব সহজেই কল্পনা করা যায়। আহারে! তারা এই নিউজটি এক সময় কতই না হাই লাইট করত!
৪| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামীলীগের চোখে এখন টিনের চশমা...
৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: নিউজটি আমি পড়েছি।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
এম আর তালুকদার বলেছেন: এভাবে লিংক দিলে দেখা যায় না কার সামু কপি পেষ্ট বন্ধ করেছে তাই সিস্টেমেটিক্যালি লিংক দেন তাহলে সংবাদটি সবাই পড়তে পারবে।