![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বৈশাখ
- মাসুদুল হাসান রনি
বউ গিয়েছে বাপের বাড়ি
বিজু উৎসবে
পান্তা ইলিশ পেয়াজ মরিচ
কেমনে কি হবে?
নতুন জামা, পাঞ্জাবীরও
হয়নি ভাজ খোলা
জুতোজোড়া বাক্সবন্দী
স্যু র্যাকে তোলা।
আলসেমীতে ছায়ানটে
হয়নি যাওয়া আজ
গাইছি একা," ধরায় করো
হে সুন্দর বিরাজ-
যতো আছে জীর্ন , জঞ্জাল
ধুয়ে মুছে থাক
মংগল বয়ে আনুক বিজু,
পহেলা বৈশাখ।"
--------------------------
১লা বৈশাখ ১৪২৫
ইস্কাটন
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: কবিতার চেয়ে চারটা মেয়ে পানিতে ফুল ভাসিয়ে দিচ্ছে। অসাধারন। এদের মাঝে দুই জন আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সবাই বাহারি রঙের জামা পড়েছে।