নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নির্বাক শ্রোতা

রোষানল

রোষানল › বিস্তারিত পোস্টঃ

সেদিন জিতেও হেরেছে বাংলাদেশ

১৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫

আনিসুল হক পাকিস্তানকে সাবধান করে দিছে, “নিজামী হত্যার ইস্যু জাতিসংঘে তুলতে গেলে আমরাও ৭১ সালের যুদ্ধের ক্ষতিপুরন চাইবো!”

ওম্মা তাই নাকি? পারবেন তো? আহেন একটু গপ সপ করি। তা হক ছাব, আফনে কি বুইজ্জা শুইন্যা কথা কইছেন কি? আফনে কি জানেন না যে, ঐ যুদ্ধের খরচ এবং ক্ষতিপুরন আপনাদের ভারত মাতা পাই পাই করে আদায় করে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে? এমনকি পূর্ব পাকিস্তান (মানে বাংলাদেশের) শরনার্থীদের থাকা খাওয়ার খরচ সহ। ১৯৭২ সালের হিসাবে এর পরিমান ছিল ৫৪৩৫১,১৪,২৯৪.৯০ রুপি। ভাবা যায়? তার মানে ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীনতার জন্য হিন্দুস্তান যে সহায়তা করেছিল, তা মাঙনা ছিল না, এমনকি শরনার্থী শিবিরের খরচ আন্তর্জাতিক দাতারাও দিয়েছে, আবার পাকিস্তানের কাছ থেকেও খসাইছিলো। আসলে ভারতের কাছে ওটা ছিল - পাকিস্তান ভাঙা।

তো অখন্নে কন, যুদ্ধ তো হইছিলো একখান, ক্ষতিপুরন চাইবেন কয়বার? ক্ষতিপুরন আপনাদের মুরব্বীরা খাইয়া ফালাইছে। অহন আর ক্যামতে চাইবেন?

আরেকখান কথা। ক্লেইম করতে গেলে আপনি কি লিখবেন পাকিস্তানের সাথে বাংলাদেশ যুদ্ধ করছিলো? ক্যামতে লিখবেন? তখন তো বাংলাদেশই ছিলো না। তা ছাড়া ভারত ওটাকে স্পাবলিশ করেছে- পাক-ভারত যুদ্ধ, এখন আপনি কি ওদেরকে নাম পাল্টাইতে বলবেন? এই ইস্যু নিয়া টান দিলে ইন্ডিয়ানরা এমন জুতান জুতাইবো যে, কেবল চাকরিটাই হারবেন না, আপনারে যুদ্ধাপরাধী হিসাবে বিচারও করতে পারে। মিস্টার, কাম তো কিছুই হবে না, বরং যে আউল লাগবো, সেটা আর গুছাইতে পারবেন না। শেষে সব লেজে গোবরে হয়ে যাবে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:০৪

আততায়ী আলতাইয়ার বলেছেন: ইন্টারেস্টিং একটা পোস্ট কিন্তু কেউ দেখি কমেন্ট করছে না -_-

১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৬

রোষানল বলেছেন: আপনি তো করলেনই আর কি লাগে ..থেঙ্কু থেঙ্কু

২| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:০৪

মিস্টার কিলবিল বলেছেন: ইন্ডিয়া ওরে জুতানোর আগে আমি একটু ওর গালে জুতা থেরাপি দিতে চাই। অনেক দিনের সখ ওরে একটা ঢলা দিমু। ওর কথা হুনলে চান্দি সুইদ্দা গরম হইয়া যায়।

৩| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৮

রোষানল বলেছেন: মিস্টার কিলবিল বলেছেন: ইন্ডিয়া ওরে জুতানোর আগে আমি একটু ওর গালে জুতা থেরাপি দিতে চাই।


আরো অনেকেই লাইনে আছে।

৪| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:১৯

আহলান বলেছেন: পাব্লিক এতো কথা কইত্তে পায় .... নাহ ...কোন কিচুই ধামাচাপা দিয়া রাখা যায় না .... :P

১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

রোষানল বলেছেন: কথায় আছেনা সত্য কোন দিন চাঁপা থাকেনা।

৫| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানের সরকার ও বাংলাদেশের সরকারের মাঝে মিল হলো, ওরা রশিকে সাপ বানায়ে, উহাকে পিটায়ে হত্যা করে, জাতিকে সাপ থেকে রক্ষা করে।

১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

রোষানল বলেছেন: বিষয়টা অনেকটা সেরকমই

৬| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১

শিব সত বলেছেন: ব্যপারটা আমিও একবার ফেবুতে দেখেছিলাম , আপনার কাছে কুনো লিংক থাকলে দেন ।

৭| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:২৪

বিপরীত বাক বলেছেন: এই ইস্যু নিয়া টান দিলে ইন্ডিয়ানরা এমন জুতান জুতাইবো যে, কেবল চাকরিটাই হারবেন না, আপনারে যুদ্ধাপরাধী হিসাবে বিচারও করতে পারে।

৮| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৪৯

রাজীব বলেছেন: গাজী ভাই চরম কমেন্ট করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.