![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মওকা মওকা, বাশ দেয়া এগুলো শেষ হলো। সত্যিকার অর্থে বাংলাদেশীদের গর্ব করার মতো তেমন কিছুই নেই। হালের এই ক্রিকেট শুধু গর্ব করার একটা ক্ষেত্রই তৈরী করে নাই বরং এখানে সবাইকে একসাথে নিয়ে আসছে। অফিস থেকে বাসায় ফিরছি। দেখি টেলিভিশনের দোকানের সামনে ভিড় করে লোকজন বাংলাদেশ ভারতের খেলা দেখছে। রিক্সা ওয়ালা তার রিক্সা থামিয়ে, সিএনজি ওয়ালা তার চাইনিজ মোবাইলে এফএম রেডিওতে, পানওয়ালা পাশের দোকানের বড় স্পিকারে। কে বলছেরে আমাদের মধ্যে দেশপ্রেম নাই। আমাদের যেটা নাই সেটা হলো ওপরওয়ালাদের কমিটমেন্ট। অপার সম্বাভনা আছে, আছে অসম্ভব সব ভালো লোক।
©somewhere in net ltd.