![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রে সেম সেক্স ম্যারিজ বৈধতা পেয়েছে। ফেসবুকে ঢুকলে মনে হচ্ছে যে এটা বাংলাদেশেই বৈধতা পেয়েছে। ইউজারদের অবস্থা এরকম- কেউ প্রোফাইলে রংধনু এড করছে, কেউ করছে না, কেউ না বুঝে করছে, আবার কেউ না বুঝে করার পর আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এক কথায় বললে বলা যায় একটা ছেরাবেরা অবস্থা। আমি ব্যক্তিগত ভাবে এটার বিপক্ষে। প্রকৃতির বিরুদ্ধে গেলে সেটার ফল পেতেই হবে। প্রকৃতিই পুরুষ তৈরী করেছে নারীদের জন্য, নারী তৈরী করেছে পুরুষের জন্য। অবশ্য যারা এটার পক্ষে (সেম সেক্স ম্যারিজ) তাদের জবাই করতে হবে, এই যুক্তিরও ঘোরতর বিপক্ষে। ইটস দেয়ারস লাইফ, দে হ্যাভ এভরি রাইট টু এনজয় ইট। হোমো সেক্সচুয়ালিটিকে বিকৃত রুচি বলা যায় কিনা আমি জানি না। আমি মনোবিদ নই। তবে শুধু মজার জন্য যা ইচ্ছা তাই করা যায় না এতটুকু বুঝি। অনেকে পাত্রি হিসাবে কিশোরী মেয়ে পছন্দ করে। এটার মধ্যেই তার মজা। এটাকে মানসিক বিকারগ্রস্ততা বলা হয়। তবে এটা বলা যেতে পারে, কিশোরী মেয়ে প্রাপ্ত বয়স্ক না। এক্ষেত্রে মেয়ের সম্মত্তির ব্যাপার আছে। একথায় যুক্তি আছে। এখন সেম সেক্স ম্যারিজ যদি জায়েজ হয় তবে ভাই বোনের সাথে ম্যারিজ বৈধ হবে না কেনো? এক্ষেত্রে সবাই তো প্রাপ্ত বয়স্ক। লাভ উইনস, লাভ উইনস বলছি। এখানেও তো লাভ মানে ভালোবাসার ব্যাপার আছে।
©somewhere in net ltd.