![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
তোমার জলে আপাদমস্তক ডুবেছিলাম-
ডুবতে ডুবতে অবশেষে মোহন সাঁতার শিখেছিলাম।
জলের ভাষায় মনের পাতায়
লিখেছিলাম তোমার নাম।
চিৎ সাঁতারে,ডুব সাঁতারে,জলক্রীড়ার ষোলকলায়-
ক্রমেই যখন দক্ষ হলাম-
তখন তুমি আমায় ফেলে
মিশে গেলে সাগরজলে।
তাকিয়ে দেখি অবাক চোখে-
বদলে গেছে তোমার রঙ্,
বদলে গেছে তোমার স্বাদ;
তুমি এখন অপেয়,অপাঙক্তেয় লবণাক্ত নীল ।।।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাদের..
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।ব্লগে স্বাগতম
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: শুধু ধন্যবাদে মন ভরে না, সঠিক সমালোচনা চাই ।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগা রইল।
তারি সাথে আপনি যখন ডা: মানুষ একটা পরামর্শ দরকার ছিল অামি হাই পেশার ফিল করছি, মাপে দেখেছি ১৮০/১২০ বিপি.
থাকি বিদেশে এখন আমার করনিয় কি? একটু পরামর্শ দিবেন?
৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *আপনার বয়স,শারীরিক গঠন ও মানসিক লক্ষন লিখে জানান। ১৮০ একটু বেশি তবে ১২০ বেশি নয় । আমার পরামর্শে চিকিৎসা চালালে বাকী জীবনে আর কখনো হাই প্রেসারে ভুগবেন না * ধন্যবাদ ।
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্লগে স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল




ব্লগীং শুভেচ্ছা রইল