নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

*তবুও বেঁচে আছি*

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

কতটা কষ্ট পেলে মানুষ নষ্ট হয়ে যায়,
কতটা অধিক শোকে হয় নিশ্চল পাথর;
কতটা তাপে জল বাষ্প হয়ে যায়,হয়ে যায় সজল সমীরণ ।
ততটা কষ্টে,ততটা তাপে, ততোধিক শোকে-
নষ্ট হইনি,বাষ্পও হইনি,হইনি নির্বাক পাথর ।
বেঁচে আছি আজও তুমিহীন-
শত শোক তাপ বুকে চেপে;
বসতি গড়েছি ফল্গুধারা আগুনের ভিতর ।
তোমার কথা লিখতে লিখতে,
ব্যথার পাহাড় বইতে বইতে,
সইতে সইতে বিচ্ছেদ জ্বালা;
গাঁথতে গাঁথতে শব্দের মালা ছন্দের সূতোয়-
হয়ে গেছি ছন্নছাড়া সন্ন্যাসী কবি ।
কোথাও কেউ নেই...কিছু নেই....
ধূ- ধূ মরুভূমিতে একা-
বেঁচে আছি পাতাহীন ক্যাকটাস যেন...
বুকে যার দিনরাত দুঃখের অগ্ন্যুৎপাত;
স্মৃতিরা ক্রমাগত হয় পল্লবিত ।।।।।।।.

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: কোথাও কেউ নেই...কিছু নেই....
ধূ- ধূ মরুভূমিতে একা-
বেঁচে আছি পাতাহীন ক্যাকটাস যেন...
বুকে যার দিনরাত দুঃখের অগ্ন্যুৎপাত;



অসাধারণ লিখেছেন, অবাক মুগ্ধপাঠ.।.।.।.।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ চাই না-সমুচিত সমালোচনা চাই *

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে।
যদি গঠনমূলক মন্তব্যের কথা বলেন তাহলে বলব মোটামুটি মানের পদ্য।আর পাঠক হিসেবে নিজেই একদম অপক্ক

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ ভাইসাহেব, পড়তে পড়তেই পাঠক আর লিখতে লিখতেই লেখক । পড়তেই থাকুন,লিখতেই থাকুন....একদিন পাঠকও হবেন লেখকও হবেন ।আশীর্বাদ রইল । *

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.