নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

ফেলেছি আশার জাল

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

তুমি চলে যাও হেঁটে হেঁটে সম্মুখ পথে আমার ধীর পায়ে-শরতের নীল আকাশে সাদা মেঘ খন্ড যেমন ভেসে যায় মন্থর মলয়ে ।
আমি বসে দেখি চেয়ে চেয়ে উৎসুক নেত্রে-
যদি আসো কাছে হয় পরিচয় বিনিময়-এই আশায় অব্যক্ত কামনায় ।

এভাবেই যাচ্ছে দিন মাস বছর
একটিবারও দেখলে না আমায়-তোমার মরাল গ্রীবা ফিরায়ে...নিত্যগামীনি অনিন্দ্যসুন্দরী ।

তবুও ফেলেছি আশার জাল
বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়বেই একদিন...তুমি
আসবেই কবির কুটিরে
দুরু দুরু বুকে,দ্বিধান্বিত মন,লাজরাঙা ভঙ্গিতে-ইতস্তত পায়ে এক..দু..তিন
কাংখিত কামিনী অধরা হরিনী ।

চকিত আলোয় উজ্জল হবে পর্ণ কুটির আমার-
দুধসাদা বৈদ্যুতিক বাল্ব জ্বাললে যেমন হয়-স্নিগ্ধ আলোয় ভরে ঘর-লোডশেডিং এর পর ।

আনন্দে উদ্বেলিত হবে কবিমন প্রার্থিত প্রাপ্তিতে
লিখে ফেলব কবিতা একটি তখনই হয়তো তোমাকে নিয়ে -সূচনা কবিতা তৃতীয় কাব্যের আমার;
হয়ে যেতে পারে আশাতীত আরো কিছু হৃদয়ঘটিত ব্যাপার- স্যাপার ।।
* * * * * * * * * * *

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

জনম দাসী বলেছেন: সুন্দর অভিব্যক্তি... সাবলীল কবিতা, ভাল থাকুন দাদা...

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: %আমাকে মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ % *আপনিও ভালো থাকুন দিদি*

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসা আবেগের গোলাম । ভাল থাকবেন :D শুভেচ্ছা রইল:)

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: @ কল্পনায় কাংখিতাকে কামন @ কবি শুধু আপনার জন্যই লেখে না । পাঠককে মোহিত করাই আসল উদ্দেশ্য ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

নামহীন ভবঘুরে বলেছেন: গাছে কঁঠাল থাকতেই গোঁফে তেল দিচ্ছেন??? :)

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: * কাঁঠাল একদিন পাকবেই এবং হাতে আসবেই....তখন না হয় আপনার কাছেই পাঠিয়ে দেব ।*

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

নামহীন ভবঘুরে বলেছেন: আমার আর দরকার নেই। আশার সাথে যে আশাভঙ্গের বেদনাও আছে। তবে ভয় হয়, কাঁঠাল না আবার গাছে থাকতেই এঁটো হয়ে যায়।।।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *হতে পারে ভাইসাহেব,আজকাল তো কাঁচা কাঁঠাল গাছে থাকতেই কাকে ঠোকরায় ।*

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

তুষার কাব্য বলেছেন: সাবলীল কবিতা । ভাল লাগল ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *এতদিন পড়ে পড়লো নজরে তব....অধমের এই অর্থব সৃষ্টি খানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.