নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

নীলকন্ঠ হব

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

যত বিষ জমে আছে তোমার জীবনে
তা সব-ই শুষে নেবো অথৈ উল্লাসে
নীলকন্ঠ হয়ে র'ব বাকীটা জীবন-
কল্যাণী তোমার কৌলিক কল্যাণে ।
আন্তরিক চোখে তাকালেই দেখবে
চাতকতৃষা বুকে নিয়ে নবীন কবি
একান্তেই চেয়ে আছি তোমার মুখ পানে ।
জমাট যাতনা গলে গলে হবে জল
অচল জীবন সচল হবে পুনর্বার
চলো চলি এক সাথে ফাগুনের পথে
অমৃত আগুনে পোড়াই বাসন্তি বৈভব
দ্বৈত উদ্যোগে গেয়ে যাই জীবনের গান
অর্জিত সুখ সবই দেব তোমাকে উপহার ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:

তা হয়ে যান।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনি গাড়ী দিলেই হবে না বন্ধু কল্যাণীকে রাজী হতে হবে ।ধন্যবাদ ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:

কবিতা শেখের বিষয় নয়, সিরিয়াস বিজনেস।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *তা তো বটেই ,তা আপনার কি মনে হয় ? এটি সিরিয়াস নাকি শখের ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: জমজমাট ভাল:D:D;)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

জনম দাসী বলেছেন: দাদা ... প্রথম লাইনটাতে বিষ না লিখে নীল দিলে মনে হয় আরেকটু ফুটত... আর হা; এখন আমি একটু ভালো তবে এত জলদি ট্রিটমেন্ট থেকে ছাড় পাচ্ছিনা, দোয়া রেখেন দাদা... এগিয়ে যান ...

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: চলো চলি এক সাথে ফাগুনের পথে
অমৃত আগুনে পোড়াই বাসন্তি বৈভব
দ্বৈত উদ্যোগে গেয়ে যাই জীবনের গান
অর্জিত সুখ সবই দেব তোমাকে উপহার ।


আপনার লেখা কবিতাগুলো ভাল লাগে। ধন্যবাদ দাদা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

গেম চেঞ্জার বলেছেন: ভালো লিখেছেন।

চাঁদভাইয়ের প্রথম মন্তব্যে হাসলাম। হাঃ হাঃ

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: র্হ্যা দিদি আপনার ধারনা ঠিক তবে নীল বলতে সাধারন অশুভ বোঝায় আর বিষ বলতে জীবন নাশক অশুভ বোঝায় তবুও আপনি যখন বলেছেন তখন আমি বিষ ই দেব ।আপনি সুস্থ হয়েছেন জেনে স্বস্তি পেলাম । ধন্যবাদ, ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ ভাই গেম ধন্যবাদ । উনি তো ফাগুনের পথে চলার জন্যই গাড়ী পাঠিয়ে ছেন, এজন্য ওনাকে ডাবল ধন্যবাদ দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.