নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

লালপাখি-নীলপাখি

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

নীলপাখি নিরন্তর ঠোকর মারে বুকের ভিতর
লালপাখি গান গায় দুর-দুরান্তরে
আশাপাখি পুষে রাখছি অদ্যাবদি
বুনেছি স্বপ্নের বীজ মনের জমিনে।

কেউ কখনো চায় না পিছন ফিরে-
যে যার পথে চালায় সখের ঘোড়া
খোঁড়া'র পায়ে কন্টক নিবাস গড়ে

মজাপুকুর মন মজে যাচ্ছে ক্রমান্বয়ে
শাপলা শালুক ফুঁটবে কি কোনকালে ?

সময়ের ঘোড়া ছুটে চলে পশ্চিম দিগন্তে
উত্তরে-দক্ষিনে সম্মুখে-পিছনে কেউ ডাকে না কাছে
অসময়ে অসঙ্গত সুখের সোহাগ পেলে
বৃদ্ধ বৃক্ষ ভরবে কি আর পত্র পল্লবে ।

জীবনজুয়ায় সবাই যায় না হেরে
কেউ না কেউ তো ছক্কা পাঞ্জা মারে ।

আমার কপাল অকাল জ্বালায় জ্বলে
জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চলছে কপাল
অন্তবিহীন অস্তপাড়ে-অজ্ঞাতসারে ।* * * * *

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

জনম দাসী বলেছেন: জীবনজুয়ায় অন্ত্যত আপনি হেরে গেলে চলবেনা দাদা, এগিয়ে যান সমুখের দিকে। ভাল থাকুন দাদা সব সময়।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ব্যক্তিগত সমস্যা অপনাকে বললে কোন লাভ হবে না বোন । যাক এই লেখাটা আপনার সৌজন্যেই সদ্যলেখা কিন্তু পূর্বানুমতি না নেয়ায় সেটা উল্লেখ করা গেল না । যাক আমি এই লেখার উপর আপনার বিস্তারিত মতামত কামনা করছি।।*

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার লিখেছেন দাদা...

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ ভাই,দোয়া করবেন আর ভুল ত্রুটিও ধরিয়ে দিবেন*

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

জনম দাসী বলেছেন: আপনি আমাকে নিয়ে লিখেছেন !!! আরে দাদা... বৃদ্ধ বৃক্ষ ভরবে কি আর পত্র পল্লবে? আপনার নিজের লেখা বন্ধ কেন দাদা। বলেছি তো, যে যা বলে বলুক সামনে এগোনো চাই। শুভ কামনা রইল দাদা ভাই।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: না বোন আমার লেখা বন্ধ নেই,প্রতিদিন যা লিখছি তা ছাড়াও যা জমা আছে তা দিয়ে কয়েকটা বই হয়ে যাবে।আসলে আমি খুব ভেবে চিন্তে ধীরে ধীরে পোষ্ট করছি ।ফেস বুকে আমার পেজ এর নাম তামাটে হৃদয়ভূমি । একুশে বই মেলায় সৃষ্টি প্রকাশনি থেকে আমার লেখা প্রকাশিত হবে ।দোয়া করিও । ধন্যবাদ *

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: সময়ের ঘোড়া ছুটে চলে পশ্চিম দিগন্তে
উত্তরে-দক্ষিনে সম্মুখে-পিছনে কেউ ডাকে না কাছে
অসময়ে অসঙ্গত সুখের সোহাগ পেলে
বৃদ্ধ বৃক্ষ ভরবে কি আর পত্র পল্লবে ।


চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ দাদা।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই আপনার সব ছড়ার জন্য । আমার মেয়েটা আপনার ছড়ার খুবই ভক্ত । বই করলে একটা বই পাঠাবেন।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

আরণ্যক মিঠুন বলেছেন: অসাধারণ লাগলো...

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুশি হলাম,ভালো থেকো । ধন্যবাদ ।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

দেবজ্যোতিকাজল বলেছেন: কঠিণ ভাষা

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

জিকরুল হক বলেছেন: জীবনজুয়ায় সবাই যায় না হেরে
কেউ না কেউ তো ছক্কা পাঞ্জা মারে "।
দুঃখ করবেন না কেউ রান আউট হয়ে গেলে পরের ব্যাটসম্যান ছক্কা চার মারবে এটা খেলার নিয়ম।অপূর্ব আপনার বেদনার চিহ্ন গাঁথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.