![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
স্বাধীনতা আজকাল একটি ছন্দহারা নদী
বাঁকা পথে চলছে তার ক্ষীণ স্রোতধারা
বড় বিস্বাদ আর ঘোলাটে আজকাল তার জলরাশি ।.
স্বাধীনতার শত্রু শ্বেত শুকুরেরা কৌশলে সাঁতার কাটে সেখানে
দগদগে কাঁচা ঘা বড় বড় সোনালী রুপালী মাছের গায়ে
দূর্নীতির পোকারা সর্বদা কিলবিল করে সেসব ঘা-এ
নতুন জাল ফেলে দাঁড়িওয়ালা জেলেরা-
যারা একদিন ছিঁড়ে ফেলেছিল ঐক্যের জাল
সেইসব জেলেরা ।
কখনওবা ধর্মের টোপ গাঁথে বড়শিতে
নতুন প্রজন্মের অনেক মাছ ধরে একসাথে
দাঁড়িপাল্লায় ওজন হয় সেইসব সুকুমার মাছ-
যারা এখনও আক্রান্ত হয়নি দূনীতির ক্ষতে ।
বড় অসহায় আজকাল স্বাধীনতার জন্মদাতারা যারা প্রাণপণ লড়ে এনেছে এই বহতা নদী
তারা কেউবা নিহত কেউবা আহত কেউ কেউ হারিয়েছে আবশ্যকীয় প্রত্যাঙ্গাদি ।
ছুটে আসে শ্রান্ত ক্লান্ত জন্মদাতারা ক্লান্তি জুড়াতে
শ্রমের ফসল কাংখিত এই বহতা নদীতে
তীরে এসে হতবাক হয়ে যায়
দেখে-কর্দমাক্ত করছে বহতা নদীর জল
স্বাধীনতার শত্রু সেইসব শ্বেতশুকুরের দল । * * * * * * * * * * * *
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৯
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।ভাল থাকুন ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *অনেক ধন্যবাদ প্রামানিক ভাই*
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ ভালো থাকুন ভাই।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার রুপক কবিতা
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।শুভেচ্ছা রইল ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ ভাই, ভালো থাকুন,কবিতার ভালোমন্দ ধরিয়ে দিবেন আর দোয়া করবেন ।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ ভাই,কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। লেখার দোষ ত্রুটি ধরিয়ে দিবেন ।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
কবিতা অনেক শক্তিশালী হয়েছে।
তবে, এগুলো ব্লগে দেবেন না, আপনার ক্ষতি করতে পারে অন্যেরা, খেয়াল রাখুন পরিবেশের দিকে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিক বলেছেন গাজী ভাই। আর এ ভুল হবে না ।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ঠিক কথাই বলেছেন চাঁদভাই,আরো অনেকেই নিষেধ করেছে* তবুও 90তে লেখা কবিতা পরিবেশের অপেক্ষায় থেকে থেকে আর ধৈর্য রাখতে পারলাম না ।দেখাই যাক....পাশে থাকবেন ।
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
জনম দাসী বলেছেন: জীবন হোক সহজ এবং সত্যর প্রতীক ... সৃষ্টিকর্তা কে ছাড়া অন্য কেউকে ভয় করা আল্লাহর সাথে শিরক করা। ভাল থাকুন দাদা,
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিক বলেছেন দিদি ভাই ।সৎ সাহস দানের জন্য সহস্র ধন্যবাদ।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *নমঃস্কার দিদিভাই.। সৎসাহস আর সুষ্ঠ প্রেরণা প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ।আপনি সুস্থ থাকুন এই কামনাই করি ।
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
দেবজ্যোতিকাজল বলেছেন: স্বাধিনতা ভোগ করা অত সহজ না
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সহজ না হলেও চেষ্টা তো করতে হবে না কি?
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তাইতো ভাই ! স্বাধীন দেশে স্বীধীনভাবে কিছু বলার বা লেখার সুযোগ নেই ! কি আপসোস !
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭
জিকরুল হক বলেছেন: অসাধারণ আপনার লেখা অত্যন্ত বাস্তব্য সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ দাদা।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ জিকরুল ভাই। দোয়া করবেন ভাই ।
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *আপনাকেও ধন্যবাদ*প্রোফাইলে ছবি লাগান কেন ?
১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
আল আমিন হাওলাদার বলেছেন: ভালো লাগলো।
আশাকরি, এই বইমেলায় আপনার বই আসবে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: একক বই আসবে না ভাই । কয়েটটা যৌথ কাব্যগ্রন্থ আসবে ।
১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ আল আমিন,এই বই মেলায় আমার 'পরম্পরা'নামক যৌথ কবিতার বই য়ে মাত্র দুটি কবিতা ছাপা হবে ।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০
জনম দাসী বলেছেন: বড় অসহায় আজকাল স্বাধীনতার জন্মদাতারা যারা প্রাণপণ লড়ে এনেছে এই বহতা নদী
তারা কেউবা নিহত কেউবা আহত কেউ কেউ হারিয়েছে আবশ্যকীয় প্রত্যাঙ্গাদি ।
ছুটে আসে শ্রান্ত ক্লান্ত জন্মদাতারা ক্লান্তি জুড়াতে
শ্রমের ফসল কাংখিত এই বহতা নদীতে
তীরে এসে হতবাক হয়ে যায়
দেখে-কর্দমাক্ত করছে বহতা নদীর জল
স্বাধীনতার শত্রু সেইসব শ্বেতশুকুরের দল ।
কবিতা বের হবার কথা শুনে খুশী লাগছে। দোয়া রাখি দাদা এগিয়ে যান, দোয়া রাখবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৭
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ দাদা।