![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
স্বদেশ আমার চোখ দেখা স্বর্গ
স্বপ্ন-সুখের লীলাভূমি পবিত্র তীর্থস্থান ।
জন্মাবধি শ্বাসে-প্রশ্বাসে জপে চলেছি(গুরুমন্ত্রর মত) প্রিয় দু'টি ইষ্টনাম জননী ও জন্মভূমি-
বোধে'র বোঁটায় ফোঁটা প্রিয় দুটি ফুল
যে ফুলের পরাগ পরাণে মেখে সুখে দুঃখে
বয়ে যাচ্ছে এ জীবন
স্বচ্ছধারা স্রোতস্বিনীর মত ।
বাল্য কৈশোর যৌবন পেরিয়ে বোধিবৃক্ষতলে দাঁড়িয়ে
নিশ্চিত জেনেছি আজ-
মায়ের মত কেউ নয় অমূল্য আপন
স্বদেশের মত আর নেই কোন সুদৃশ্য স্বর্গ ।
মা মাটি মানুষের মায়ায় মুগ্ধ এ মন
পদ্মা মেঘনা যমুনার জলে শুদ্ধ-পরিশুদ্ধ ।
ত্রিশ লক্ষ দধীচির রক্তের রঙে আঁকা মনোরম মানচিত্র
সবসময় ভেসে বেড়ায় মনের পর্দায়
চলমান চলচিত্রের মত ।
গাঢ় সবুজের বুকে রক্তলাল সূর্য নিয়ে
স্বদেশের পতাকা যখন বাতাসে নাচে
মনের মুকুরে ফুঁটে উঠে ঊনিশ'শ একাত্তুর
সাতই মার্চ...আর...আর...
কানে বাজে বার বার-
আশ্চর্য সুন্দর তেজোদ্দীপ্ত এক কন্ঠস্বর ।
সুখের সূতিকাগার স্বদেশ আমার চোখে দেখা স্বর্গ ।।।।।।
।।। । । । । ।।।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ,সুখি হলাম । ভালো থাকুন ।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
সুন্দর
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ গাজীভাই ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাল্য কৈশোর যৌবন পেরিয়ে বোধিবৃক্ষতলে দাঁড়িয়ে
নিশ্চিত জেনেছি আজ-
মায়ের মত কেউ নয় অমূল্য আপন
স্বদেশের মত আর নেই কোন সুদৃশ্য স্বর্গ ।
এই মমতা আর চেতনা-যার সাথে কোন কিছুর তুলনা চলে না।
সুখের সূতিকাগার স্বদেশ আমার চোখে দেখা স্বর্গ সবার উপলব্ধি যদি এমন হত তাহলে আমাদের দেশের চেহারা অনেকটাই বদলে যেত।
অনেক ভাল লাগল আপনার কবিতা।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ বড়ভাই, সবার অনুভূতি একই স্রোতে বহাতেই হবে না হলে মা মাটি মানুষের উন্নতির পারদ বাড়বে না। বিশেষ করে নতুন প্রজন্মকে স্বাধীনতার গূঢ়তত্ত্ব বুঝিয়ে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্বভার আপনার আমার মত জ্যেষ্ঠদের কেই ঘাড়ে তুলে নিতে হবে । শুধু দলবাজি আর রাজনীতি করলেই চলবে না । প্রকৃত দেশপ্রেম রাজনীতিতে নেই। স্ব স্ব ব্যক্তি উদ্যোগেই দেশমাতার মঙ্গল সাধিতে হবে । আমার মতে যার যেখানে অবস্থান সেখান থেকেই মা মটির সেবা করা যায় ।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ গাজী ভাই ।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
গন্ধ গণতন্ত্র বলেছেন: স্বর্গ বলে কি কিছু আছে?
কবিতটা ওকে
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার আমার মতে স্বর্গ বলে কিচ্ছু নেই,এই মত যেদিন সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে সেদিন কবিতার রূপ রস গন্ধ উপমা অনুপ্রাস সবকিছু আমূল পরিবর্তিত হয়ে যাবে । ধন্যবাদ ।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
শেখ হাসনাত জামান শুভ্র বলেছেন: প্রকাশভঙ্গীটা খুব ভালো লেগেছে ,স্যার |
২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, দয়া করে নগন্য কবির কবিতা পড়ে উৎসাহ দানের জন্য ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছো