![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
মরে তো আর যাই নি এখনো সম্পূর্ণরুপে
বেঁচে আছি পাতাহীন ক্যাকটাসের মত
মরুপ্রান্তরে কাটে কাল ধুঁকে ধুঁকে-
নিঃসঙ্গ নিবাসে কাঁদে জলহীন জলাশয় ।
সুনীল আকাশ অ-নীল হয়েছে মাত্র
সবুজ প্রকৃতি আজ মলিন ধূসর
হৃত অতীত কাঁদায় অবাধ অবকাশে
মৃত অতীত আমি তোমার অভিধানে ।
বিমুখ বিলাসে সেজেছ ধোয়া তুলসীপাতা
দ্বিতীয় হস্তক্ষেপে পেয়েছ মুঠোভর্তি সুখ
রঙিন নিশান উড়াচ্ছ নতুন বাতাসে ।
দৃষ্টির নাগালে পাই না খুঁজে তোমাকে
মনোলোকে খেলা করে পুরনো ছায়াছবি-
জলছবি যায় না ভেসে চোখের জলোচ্ছ্বাসে ।
ছলেবলে খেলে চলি চলমান খেলা
স্মৃতির ঘূর্ণিঝড়ে ঘূর্ণায়মান মন- এখন আর
সু-স্থির হয় না সুশাসনে ।
। । । । । । । ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই,ভালো থাকুন । দোয়া তরবেন ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো হয়েছে দাদা। ধন্যবাদ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ ভাইসাব,ভালো থাকুন ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: অসাধারন ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা, শুধু ভালো বললে হবে না-মন্দটাও বলতে হবে ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
ফেরদৌসা রুহী বলেছেন: কবিতার কথার সাথে শিরোনামও চমৎকার।
এখন অবস্থা আসলেই তাই সবার।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ রুহী, সবার একই অবস্থা কামনা করি না ।ভালো থাকুন ।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
জিকরুল হক বলেছেন: বিমুখ বিলাসে সেজেছ ধোয়া তুলসীপাতা
দ্বিতীয় হস্তক্ষেপে পেয়েছ মুঠোভর্তি সুখ
রঙিন নিশান উড়াচ্ছ নতুন বাতাসে
ভালো লাগলো দাদা।ধন্যবাদ
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ জিকরুল হক ভাই, আপনিই আমাকে সবচেয়ে বেশি প্রেরণা যুগিয়েছেন । ভালো থাকুন ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার! বাস্তবের প্রতিরূপী! +
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।দোয়াকরবেন ।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা দাদা। চমৎকার শব্দ অলংকরণে উঠে এসেছে পরিত্যক্ত হৃদয়ের বিরহ বিলাপ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ বড়ভাই,অধমের পোষ্টে নজর দানের জন্য। ইদানিং প্রায় সবাইকেই ছলেবলে খেলতে হয় চলমান খেলা সঠিক সুষ্ঠ খেলা সবার ভাগ্যে দীর্ঘস্থায়ী হয় না ।পেয়ে হারানোর জ্বালায় জ্বলছে অনেকেই । ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় । আবারো ধন্যবাদ ।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো দাদা ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও কবীর সাহেব। ভালো থাকুন ।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
কল্লোল পথিক বলেছেন: ডাক্তার সাহেব বেশ হয়েছে ।একেবারে খাসা হয়েছে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *একেবারে খাসা ধন্যবাদ আপনার জন্য পথিক ভাই । পথে পথে আনন্দ বিতরনই হোক আপনার কাজ এই কামনাই করি ।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭
রুদ্র জাহেদ বলেছেন: এককথায় অনবদ্য কবিতা
২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জায়েদ সাহেব আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
প্রামানিক বলেছেন: সুনীল আকাশ অ-নীল হয়েছে মাত্র
সবুজ প্রকৃতি আজ মলিন ধূসর
হৃত অতীত কাঁদায় অবাধ অবকাশে
মৃত অতীত আমি তোমার অভিধানে ।
খুব ভাল লাগল। ধন্যবাদ দাদা।