![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
থেকো না বসে সুসময়ের প্রতিক্ষায়-
চলতেই থাকো দীপ্তপায়ে সাহসে করে ভর
প্রতিকূলতার ঝড় থামবেই থামবে একদিন না একদিন আসবেই সুবর্ণ সময়
সাগরের জোয়ার সাগরের ভাঁটা যেমন আসে তেমনিই যায়-হ্যারিকেন সাইক্লোন
যতসব প্রাকৃতিক দুর্যোগ চিরদিন ঘটায় না বিষম প্রমাদ।থেমে যায় অচিরেই প্রচন্ড তান্ডব।সমুদ্র আসে ফিরে স্বরূপে আবার
পুনঃ প্রকাশে অগাধ নীলাম্বু তার। যেমন সুন্দরবন অতিপ্রিয় প্রাণের সম্পদ প্রতিটি বাঙ্গালীর
দলিত মথিত করেছিল তারেও একদিন সহসা পাষন্ড সিডর অর্বাচীন,
বিধ্বস্ত সেই সুন্দরবন জেগেছে আবার আপন প্রচেষ্টায়।নব কিশলয়ে শোভিত ডাল পালা তার
নবোদ্যমের প্রকৃষ্ট প্রমান পুনঃ জাগ্রত সুন্দরীসুন্দরবন দিনের পর রাত আসেই কালক্রমে-সূর্যকেও ঢেকে ফেলে কখনো সখনো অবাঞ্ছিত কালোমেঘ মেঘভেদী সূর্যচ্ছটা পড়বেই গাছের ডালে ঘরের চালে আদুল শিশুর গায়ে
এতে নেই তো সংশয় ঝেড়ে ফেলে সজোরে হতাশার কুয়াশা ভেঙ্গে ফেলে জড়তার শৃংঙ্খল
উঠে দাঁড়াও ঘরকুনো নর
তোয়াক্কা না করে বিষন্নতার কালো মেঘের
পিছে ফেলে দ্বিধা-সংশয় অকুতোভয় যুবক বেকার এগিয়ে চলো সুদিনের প্রত্যাশায় কাঙ্খিত গন্তব্যে তোমার- বাঁধা'র কাঁটা এড়িয়ে মাড়িয়ে পঙ্কিল জল নিশ্চিন্তে তুলে আনো সৌভাগ্যের স্বর্ণশতদল । ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই কবিতা পাঠের জন্য দোষ ত্রুটি ধরিয়ে দিবেন ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন দাদা।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কবির ভাই । শুধু ভালো বললেই হবে না ভাই মন্দটাও অকপটে বলতে হবে তবেই সংশোধিত হওয়ার সুযোগ থাকে ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা রইলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাথে শীতের শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন