নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

অপরূপ চিত্রকল্প

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

তুমি আসলেই আকাশ হাসে
পৃথিবী ভাসে সুখের বন্যায়
জলে স্থলে সর্বত্রই ফোঁটে আনন্দকুসুম
বাকবাকুম বাকবাকুম ডাকে শান্তির পায়রা
খুশিতে নাচতে নাচতে সূর্য উঠে মধ্যরাতে
বসন্ত বাতাসে ভরে চারপাশ ।
তবে কেন তুমি আসো না সুশীলা সুন্দরী ?

তুমি আমার কবিতার উৎস ভাবের ঝরনাধারা
তোমাকে দেখলেই আবেগের তরঙ্গ নাচে ছন্দে ছন্দে-শব্দ বাক্য উপমা'রা বিবিধ ভূষনে ভূষিত হয়,
ছুঁয়ে দিলেই শিরায় শিরায় রক্ত নাচে উল্লাসে
কোষে কোষে-আত্মায় সত্ত্বায় জাগে সুখের শিহরন
একটি চুম্বন দিলে ত্রিভূবন আমার অলৌকিক মহিমায়
মহিমান্বিত হয় ।
তোমাকে আশ্রয় করে লিখি মনোরম কবিতা আমি।
তুমি আমার অপরূপ চিত্রকল্প আবেগের আধার ছন্দ মাত্রা জ্ঞান উৎসাহ-উদ্দীপনা সাধনার সর গম।

তুমি আসো ভালোবাস চুম্বন করো ছুঁয়ে দাও
প্রেমে প্রেমে প্রস্ফুটিত করো আমাকে-আমি হতে চাই পাঠক প্রিয় সুশীল কবি । । । । । । । । । ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ ভাই,সর্বাগ্রে ধন্যবাদ আপনাকে-সর্বপ্রথম মন্তব্য করার জন্যে । ভাল থাকুন ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভাল লাগল দাদা। খুব সুন্দর কবিতার কথামালা। শুভেচ্ছা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। আপনাকে আর কি বলি ভাই আপনি ভালো মানুষ ভালো লেখেন তাই প্রায় সবার পোষ্টেই ভালো মন্তব্য করেন কিন্তু আমি চাই অভিজ্ঞদের সঠিক সমালোচনায় আমার নবীন লেখকদের লেখা সংশোধিত হোক। আবারো ধন্যবাদ ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:

বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি আমি,
ডাকি আবার তোমায়, শ্বেতভুজা ভারতী...

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: স্বরঃসতী মহাভাগে বিদ্যে কমলোচনে.... বীণাপাণি যা করার করুক,আপনি করুনা কান্ত একান্ত করুনা প্রদর্শন পূর্বক স্বয়ং স্বহস্তে কিঞ্চিৎ ইতি নেতি লিখনে আজ্ঞা হউক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.