নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

হ্রস্ব হচ্ছে ক্রমশঃ

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

গহীন গহ্ববরে রেখেছি গোপন
আপন আকাঙ্খার অনুষঙ্গ

প্রসঙ্গান্তরে ধীরে ধীরে মধ্যাহ্ন হল গত
অপরাহ্নের অনুজ্জ্বল আলোয় অপসৃয়মান
ফাগুন দেহের ছায়া
তোমার মোহে মূহ্যমান
ক্ষুদ্র থেক ক্ষুদ্রতর হচ্ছে ক্রমশঃ
একদিন সম্পৃক্ত হবে মৃত্তিকার সাথে।


এ যাবত কতদুর গড়ালো
চৈতালি তোমার বাড়ন্ত বেলা
ফাগুনের খেলা তো কবেই করেছো সাঙ্গ।

বড় মর্মাহত ছিলে বসন্ত উৎসবে
অনিচ্ছার ডালে ফুঁটেছে অবাঞ্চিত ফুল

লক্ষণ রেখায় আবদ্ধ আছো এ যাবত
খরতাপের মধ্যস্থলে কাটাচ্ছো কাল

কতকাল হয়নি দেখা পরস্পরের মুখ
মনে জাগে ক্রন্দসী মুখচ্ছবি প্রতি পলে পলে
কানে বাজে দীর্ঘশ্বাসের ধ্বনি প্রতিধ্বনি ।


আমারও নিঃশ্বাস হ্রস্ব হচ্ছে ক্রমশ....
হয়তো আর হবে না দেখা সূর্যাস্তের আগে
চৈত্যলিপিতেও রবে না তোমার স্মৃতি স্বাক্ষর ।
সম্ভব হলে এসো একদিন সমাধি চত্বরে
ঢেলে দিও বক্ষস্থিত ব্যথার বকুল
অতুল উল্লাসে ঘুমাবো শান্তির ঘুম-
কতকাল নির্ঘুম কাটাচ্ছি তুমিতো জানোই
অমর স্মৃতি সম্বল করে তুমিও স্বস্তিতে রবে
প্রণয় গৌরবে ।।।(২০১৫ইং সনের সর্বশেষ লেখা কবিতা। ৩১ ..১২..১৫ইং বৃহষ্পতিবার ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দাদা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছ ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

জিকরুল হক বলেছেন: ভীষন ভালো হয়েছে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব,উৎসাহিত হলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.