নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

নির্জনে নিত্যদিন ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

ঘনঘোর বর্ষার মেঘলা আকাশ ছিল মন,
বিষন্ন বাতাস বইছিল অবিরাম
উৎকন্ঠার কাঁটায় কন্টকিত মূহুর্তে হঠাৎ-
বিদ্যুৎ চমকের মত উপস্থিত হলে
আলোর তরঙ্গ অঙ্গে নিয়ে ।

স্বল্পক্ষনের পরিচয়ে অল্পক্ষনের আলাপেই
আকস্মিক কিছু অনুপম ছোঁয়ায়
মুঠো মুঠো সুখ ছড়ালে দু'হাতে ।

আকাশ নির্মেঘ হল বাতাস নির্মল হল
কষ্টগুলো উবে গেল একের পর এক-উদ্বায়ী কর্পূরের মত তোমার সাহচর্য্যে ।

প্রেম পিরীতি ভালবাসা নয় নয় বন্ধুত্বের অচ্যুত বন্ধন
তবুও কেন দোদুল্যমান এক দুর্বার আকর্ষনে
দুটি মন একাত্ম হল অনুক্ত উল্লাসে-জীবনের অনুচ্ছেদে অঙ্কিত হল অত্যুজ্জ্বল স্মৃতিস্বাক্ষর ।

এ মন ছেড়ে চলে যাবে দুরে-দুরান্তরে
আবার কোথাও আঁকবে এরূপ স্মৃতি সুন্দর ।

সুধাঘর গড়বে হয়তো কোনখানে ।

আমি একা নির্জনে নিত্যদিন অদ্যকার অর্জিত
স্মৃতিতে বারবার অবগাহন
করতেই থাকব...একাকী...একাকী ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.