![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
ঘনঘোর বর্ষার মেঘলা আকাশ ছিল মন
বিষন্ন বাতাস বইছিল অবিরাম
উৎকন্ঠার কাঁটায় কন্টকিত মূহুর্তে হঠাৎ
বিদ্যুৎ চমকের মত উপস্থিত হলে
আলোর তরঙ্গ অঙ্গে নিয়ে ।
স্বল্পক্ষনের পরিচয়ে অল্পকিছু আলাপেই
আকস্মিক কিছু অনুপম ছোঁয়ায়
মুঠো মুঠো সুখ ছড়ালে দুহাতে ।
আকাশ নির্মেঘ হল বাতাস নির্মল হল-
কষ্টগুলো উবে গেল একের পর এক
উদ্বায়ী কর্পূরের মত
তোমার সাহচর্য্য ।
প্রেম পিরীতি ভালবাসা নয়
নয় বন্ধুত্বের অচ্যুত বন্ধন
তবুও কেন দোদুল্যমান এক দুর্বার আকর্ষনে
দু'টি মন একাত্ম হল অনুক্ত উল্লাসে-জীবনের অনুচ্ছেদে অঙ্কিত হল অত্যুজ্জ্বল স্মৃতি স্বাক্ষর ।
এ মন ছেড়ে চলে যাবে দুরে-দুরান্তরে
আবার কোথাও আঁকবে এরূপ স্মৃতি সুন্দর,
সুধাঘর গড়বে হয়তো কোনখানে ।
আমি একা নির্জনে নিত্যদিন- অদ্যকার অর্জিত স্মৃতিতে বারবার অবগাহন
করতেই থাকব...একাকী...একাকী ।।।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই সর্বপ্রথম পাঠ করে প্রেরণা প্রদানের জন্য । ভালো থাকুন।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দাদা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *কবিতা পাঠের জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
অভ্রনীল হৃদয় বলেছেন: কবিতায় ভাল লাগা রইল। শুভ কামনা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার প্রতিও আমার ভালো লাগা রইল ভাই,ধন্যবাদ । ভালো থাকুন ।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
ডরোথি গোমেজ বলেছেন: ভালো লাগলো। কিন্তু সহজ শব্দের ব্যবহারে আরো ভাল লাগতো।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ গোমেজ ভাই. কষ্ট করে আমার ব্লগে ঢুকে এই প্রথমবার কবিতা পাঠ করার জন্য। আধুনিক কবিতার ধারা ই হল কিছুটা দুর্বোধ্যতা, অধরা ভাব সঙ্গে রহস্যময়তা । ধরা যায় যায়-যায় না । বোঝা যায় আবার যায় না।পাঠক কবির ভাব ছুঁ তে পারে পারে ... পারে না । যা হোক আপনার উপদেশ মনে থাকলো । কষ্ট করে আমার বাকী কবিতা গুলো পড়ে পড়ে নিরপেক্ষ মন্তব্য করবেন বলে আশা রাখছি । আপনাকে আমার খুব ই ভালো লাগলো কারন আমি শুরু থেকেই অনুরোধ করে আসছি যে কবিতা পড়ে ভালো মন্দ বিচার করে মন্তব্য লিখুন যাতে কবি র সংশোধিত হওয়ার আগ্রহ বাড়ে । আপনি সেই কাজটি করেছেন বলে আবারো ধন্যবাদ জানাচ্ছি । নমঃস্কার ।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০০
রুদ্র জাহেদ বলেছেন: পাঠক হিসেবে কবিতার ভালো মন্দ বিচার করার সক্ষমতা এখনো পুরোপুরি হয়নি।আমার কাছে প্রত্যেকটি অনুভূতি কবিতা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনন্য অসাধারন। এত কিছু বলছি এজন্য যে, কবিতাটি খুব ভালো লেগেছে
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *কবিতা ভালো লাগার জন্য রুদ্র জাহেদ ভাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ* প্রতিটি অনুভূতি কবিতা হবে যখন একটি বাক্য বা স্তাবক শব্দবিন্যাসে বাক্যবিস্তারে ছন্দ মাত্রা পর্ব উপমা অলংকার অনুপ্রাসে ভূষিত হবে এবং আবেগের সঞ্চার করবে । নমঃস্কার *
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।