নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

ঝরবে তবে কবে

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

তুমিহীন প্রতিদিন প্রতিটি মূহুর্তে
অমানিশার আঁধার নামে অন্তরাকাশ জুড়ে
স্মৃতির জোনাকীরাই শুধু জ্বলে মিটি মিটি ।
অপ্রিয় অবকাশে কাঁদে মন অনুক্ষন
মানে না বারন দীর্ঘশ্বাসের দীর্ঘনদী-
ছুটে চলে দ্রুতবেগে দুঃখ্ সাগরের দিকে ।

হতাশার বাতাসে উড়ে কালো কুচ্ছিত পতাকা ।
বেতালে-বেভাবে অনর্থক ডাকে অসুন্দর কাক-।

এভাবে আর কতকাল কাটাবো-তৃষ্ণার্ত চাতকের মত......

অপেক্ষায় অপেক্ষায় বোধহয় সুশোভন যৌবন
পেরিয়ে যাবে বাসন্তিক প্রহর,
সবুজ সূর্য পড়বে ঢলে পশ্চিম পাড়ে ।

বৃষ্টি তুমি ঝরবে তবে কবে ?.।।।।।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

তার আর পর নেই… বলেছেন: হতাশার বাতাসে উড়ে কালো কুচ্ছিত পতাকা।
এই লাইনটা ভাল লাগেনি।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চলমান একাধিক দুশ্চিন্তাকে বুঝাতে বলা হয়েছে ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা++++++++++++++++++
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ পথিক ভাই,ভালো থাকুন ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা থাকছে কবিতায়।

অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সাহসদানে খুশি হলাম। আপনিও ভালো থাকুন দাদা।
মাঝে মাঝে সৎপরামর্শদানে বাধিত করবেন। নমঃস্কার ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো দাদা

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালো লাগার জন্য অশেষ র্ধন্যবাদ ভাই। খারাপ লাগা ধরিয়ে দিলে আরো বেশি ধন্যবাদ পেতেন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমার ভালো লেগেছে। আর এই লাইন কয়টি "অপেক্ষায় অপেক্ষায় বোধহয় সুশোভন যৌবন
পেরিয়ে যাবে বাসন্তিক প্রহর,
সবুজ সূর্য পড়বে ঢলে পশ্চিম পাড়ে ।"---চমৎকার হয়েছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি সাইয়িদ আমার কবিতা পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকুন। আবার কথা হবে ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: হতাশার বাতাসে উড়ে কালো কুচ্ছিত পতাকা ।
বেতালে-বেভাবে অনর্থক ডাকে অসুন্দর কাক-।

এভাবে আর কতকাল কাটাবো-তৃষ্ণার্ত চাতকের মত......

োনেক ভাল লাগা
কবিতায়
++

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব,কবিতায় ডাবল প্লাস প্রদানের জন্য।দোয়া নিবেন,দোয়া করবেন ভালো থাকুন।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: অপেক্ষায় বোধহয় সুশোভন যৌবন
পেরিয়ে যাবে বাসন্তিক প্রহর,
সবুজ সূর্য পড়বে ঢলে পশ্চিম পাড়ে ।

বৃষ্টি তুমি ঝরবে তবে কবে ?
অসাধারণ লাগল এ কথাগুলো।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই কষ্ট করে কবিতা পড়ার জন্য । শুভেচ্ছা থাকল,ভালো থাকুন ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল ডাক্তার বাবু

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ কাজলবাবু,অধমের কবিতা পাঠের জন্য। আপনি আমার পোষ্টে সিরিয়াসলি কেন মন্তব্য করেন না দাদা । আপনারা ত্রুটি না ধরলে আমরা সংশোধিত হব কিভাবে? নমঃস্কার। ।*।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১১

তুষার আহাসান বলেছেন: "অপেক্ষায় অপেক্ষায় বোধহয় সুশোভন যৌবন
পেরিয়ে যাবে বাসন্তিক প্রহর,
সবুজ সূর্য পড়বে ঢলে পশ্চিম পাড়ে ।
"
ভাল লাগল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালো লাগলেই ভালো ভাই। না লাগলেও জানাবেন,সংশোধিত হবো। কবিতা পাঠের জন্য থধন্যবাদ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

নুরএমডিচৌধূরী বলেছেন:
অপেক্ষায় অপেক্ষায় বোধহয় সুশোভন যৌবন
পেরিয়ে যাবে বাসন্তিক প্রহর,
সবুজ সূর্য পড়বে ঢলে পশ্চিম পাড়ে ।

বৃষ্টি তুমি ঝরবে তবে কবে ?.।।।।।

মোহনীয় অপেক্ষা
ভাললাগা জানবেন কবি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ চৌধুরীসাহেব। দোয়া নিবেন,দোয়া করবেন,আর ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.