নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

কার আলোতে তবে

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

সাতরঙা স্বপ্ন বুকে চেপে
জীবনযান চলে একেবেঁকে ।
নিভৃতে নিরবে করুণ সুরে বাজে সূর্যাস্তের সানাই ।

গত রাত্রির ঘনঘোর অন্ধকারে যে ছিল অতি প্রিয় সহায়ক শিখা-অদ্য প্রাতে সে অন্য হাতে জ্বলে
অন্য ভাবে কথা বলে
অন্য সুরে গায়-বিরূপ বিলাসে নাচে অপরূপ অন্ধকারে ।

কার আলোতে তবে এ মন উজ্জ্বল হবে-জগতের কল্যাণ কল্পে গাইবো
কল্যাণী গান ?

আজি হতে প্রতি পলে পলে দিবসে রাত্রিতে
এ জীবনযান এগিয়ে যাবে সূর্যাস্তের পথে....একা....শুধুই একা ।

পূর্বাহ্ণ মধ্যাহ্ণের আহরিত সব রূপ রস গন্ধ
ছুঁড়ে ফেলে দূরে
ধীরে ধীরে গড়িয়ে যাবো সায়াহ্ণ সমীপে...একা......শুধুই একা ।

তারপর...কোন একদিন.... কোন একসময়..কোন এক অজানা মুহূর্তে.,.
স্বপ্নীল পৃথিবী ছেড়ে সূর্যাস্তের পর মিশে যাবো একান্তে অজানা অন্ধকারে ।

পিছে পড়ে র'বে...সে...তুমি তোমরা...তারা....এবং..আরও অনেকে... অনেকে ।।।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

কল্লোল পথিক বলেছেন: পূর্বাহ্ণ মধ্যাহ্ণের আহরিত সব রূপ রস গন্ধ
ছুঁড়ে ফেলে দূরে
ধীরে ধীরে গড়িয়ে যাবো সায়াহ্ণ সমীপে...একা......শুধুই একা ।

চমৎকার কবিতা কবি।এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার জন্যও রইল অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা কল্লোল ভাই, আজকেও প্রথম স্থান ছিনিয়ে নিলেন।তার জন্য পুনরায় ধন্যবাদ পেলেন। ভালো থাকুন।

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। কথামালায় কবির কাব্যপটুতা স্পষ্ট। :)


+++

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় রাজপুত্রকে আর মনে প্রাণে কামনা যেন অতিসত্বর তাঁর হারানো দিশা ফেরত পান,না হলে কবে আবার কোন পথে হারিয়ে যান ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: তারপর...কোন একদিন.... কোন একসময়..কোন এক অজানা মুহূর্তে.,.
স্বপ্নীল পৃথিবী ছেড়ে সূর্যাস্তের পর মিশে যাবো একান্তে অজানা অন্ধকারে ।

সত্যই দাদা ছেড়ে যাবও............
যেতে যে হবেই.....
কবিতা ভাল লাগলো। ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *হ্যাঁ কবীর ভাই, যাবার জন্য প্রস্তুতি গ্রহন করা উচিৎ। যাবার আগে কিছু করে যেতে চাই* দোয়া করবেন*

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

শাহরিয়ার কবীর বলেছেন: অবশ্যই শুভকামনা রইল দাদা।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনারও জীবন সাফল্যমন্ডিত হোক এই কামনা করি। ভাল থাকুন ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর লিখেছেন । ভাল লেগেছে কবিতা ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উৎসাহ দানের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

আরাফআহনাফ বলেছেন: "পিছে পড়ে র'বে...সে...তুমি তোমরা...তারা....এবং..আরও অনেকে... অনেকে ।।।"
বেলা শেষের এ গল্প সবসময় ধ্রুব, চিরন্তন।

অনেক ভালো লাগা জানবেন।

শুভ কামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ শেষ বেলার প্রস্তুতিরূপ বিদায়ের গানও বলতে পারেন। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার ব্লগে এসে সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.