নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

একটি চুম্বন

২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

একটি চুম্বন একান্ন বছর
পুষে রাখছি কপালে আমার শুকতারা'র মত জ্বলছে জ্বলছে জ্বলছেই-
অতি শৈশবে মৃত্যু শয্যায় পরম মমতায় এঁকে দিয়েছিল যা জননী আমার ।
স্মৃতির প্রতীক রূপে প্রাপ্ত একটি চুম্বন একান্ন বছর ধরে সব সময়-
মনে করিয়ে দেয়- শিশিরে ভেজা ঝরা শিউলির মত মৃত মায়ের স্নিগ্ধ কোমল স্নেহার্দ্র মুখ । একান্ত প্রিয় অমূল্য আপন একটি ছবি অদ্যাবধি বেঁধে রেখেছি মনের মন্দিরে ।

শত দুঃখের নীরে ডুবে ডুবে-ডুব সাঁতারে হাতরিয়ে হাতরিয়ে খুঁজে ফিরি সুখের সৈকত ।

সর্বনাশের সর্বোচ্চ শৃঙ্গে বসত আমার, বেদনার বারিধারা ভেজায় বারোমাস।
তবুও আশীর্বাদরূপ শেষ চুম্বনের জোরে- বৈরী বাতাসের মাঝেও আমরণ একা টিকে র'ব মা (অধম সন্তান তোমার) জীবন সংগ্রামে।।।
******************

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

কল্লোল পথিক বলেছেন: শত দুঃখের নীরে ডুবে ডুবে-ডুব সাঁতারে হাতরিয়ে হাতরিয়ে খুঁজে ফিরি সুখের সৈকত ।
মনটা বিষন্নতায় ছুয়ে গেল।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *হ্যাঁ কল্লোল ভাই,প্রথম স্থান পেলেন । আপনার সঙ্গে আমার একটা অদেখা আত্মিক সম্পর্ক গড়ে উঠলো কারন আপনি একমাত্র মাতৃহীন কবির মর্মবেদনা বুঝেছেন । এজন্য শতকোটী ধন্যবাদ ।* ভালো থাকবেন*

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন.....।দাদা

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ ভাই,দোয়া করবেন*

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

তার আর পর নেই… বলেছেন: একটা সময়ে গিয়ে মানুষ মাকেই বেশি মিস করে

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *না ভাই, বাল্যাবস্থা থেকেই মা কে মিস করছি। ভালো থাকুন। ধন্যবাদ*

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *না ভাই,বাল্যাবস্থা থেকেই প্রতি মুহূর্তে মাকে মিস করছি ।*

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: মনে করিয়ে দেয়- শিশিরে ভেজা ঝরা শিউলির মত মৃত মায়ের স্নিগ্ধ কোমল স্নেহার্দ্র মুখ ।

আপনার লেখা পড়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ দাদা

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিও কি আমার মতই মাতৃহারা প্রামানিক ভাই ? সহানুভূতি রইলো ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: সব দুঃখ নিরবে কাঁদে

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কিছু কিছু দুঃখ যে সহ্য সীমা অতিক্রম করে যায় দাদা ।নমঃস্কার দাদা ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিও কি আমারি মতই মাতৃহারা ভাই। সহানুভূতি রইলো ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

গেম চেঞ্জার বলেছেন: সেইরকম মাতৃত্ববোধ এখন আর তো হচ্ছে না। মায়ের অভাব কি বুঝবে আগামী প্রজন্ম? মনে হয় না।

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কেন বুঝবে না ভাই? যাতে বুঝে সেই শিক্ষাই দিতে হবে আগামী প্রজন্মকে । তাছাড়া মায়ের মমতাতে অস্বীকার করার দুঃসাহস কয়জনের হয়। ধন্যবাদ ভাই ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

এযুগেরকবি বলেছেন: একটি চুম্বন একান্ন বছর
পুষে রাখছি কপালে আমার শুকতারা'র মত জ্বলছে জ্বলছে জ্বলছেই-
অতি শৈশবে মৃত্যু শয্যায় পরম মমতায় এঁকে দিয়েছিল যা জননী আমার ।
স্মৃতির প্রতীক রূপে প্রাপ্ত একটি চুম্বন একান্ন বছর ধরে সব সময়-
মনে করিয়ে দেয়- শিশিরে ভেজা ঝরা শিউলির মত মৃত মায়ের স্নিগ্ধ কোমল স্নেহার্দ্র মুখ । একান্ত প্রিয় অমূল্য আপন একটি ছবি অদ্যাবধি বেঁধে রেখেছি মনের মন্দিরে ।

বা: বা: ব;রে

ওনেক ভাল লাগে

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কবি সাহেব।দোয়া করবেন আমার জন্য ।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ কবি সাহেব,দোয়া করবেন আমার জন্য

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম আপনার লেখায়।
ভাল থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই। ভাল থাকবেন। দোয়া করবেন ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

আরাফআহনাফ বলেছেন: একান্ত প্রিয় অমূল্য আপন একটি ছবি অদ্যাবধি বেঁধে রেখেছি মনের মন্দিরে .....। সে আমার "মা"

ভালো লাগা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এ তো কবিতা নয় কবি। মাকে স্মরণে রাখার অভিনব কৌশল মাত্র। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন আর দোয়া করুন আমার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.