![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
জীবন চলার পথে প্রিয় সহচরী তুমি
পার্থিব সুখের প্রথম শর্ত তুমি;
অন্ধের যষ্ঠির মত আবশ্যিক আপন ।
বহুগামিনী উর্বশী জেনেও সবাই শর্তহীন ভালোবাসে তোমাকে
আমিও ভালোবাসি তদনুরূপ
তোমার অভাবে অথর্ব জীবন কাটাচ্ছে অনেকে অনেকের জীবন সংশয় আজ অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে কাল ।
সমাজিক সারিতে অপাংক্তেয় তারা-আলোহীন অ-সুখে কাটায় জীবন ।
থমকে গেছে আমারও জীবনের গতি, মান সম্মান লুপ্তপ্রায় তোমার অবর্তমানে
যাদুদন্ড হাতে নিয়ে মহীয়সী মোহিনী, অপ্রয়োজনে অনেকেরই বাহুলগ্না দাসী;
লজ্জাহীন রক্ষিতা হয়ে চলো সাথে সাথে ।
প্রয়োজনের প্রেক্ষাপটে সুখের সঙ্গতি রূপে বৈধ বাহনে চড়ে এসো বিপত্তারিনী দেবী -স্বাধীন স্বদেশ বাংলাদেশে
সরল সুন্দর বাঙ্গালীর মাঝে আর্বিভূত হও আর্বিভূত হও অর্থলক্ষী উর্বশি তুমি আমাকে বাঁচাও ।*******************
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেহরাব ইসলাম আমার কবিতায় সর্বাগ্রে মন্তব্য করার জন্য ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: জীবন চলার পথে প্রিয় সহচরী তুমি
পার্থিব সুখের প্রথম শর্ত তুমি;
অন্ধের যষ্ঠির মত আবশ্যিক আপন ।
বহুগামিনী উর্বশী জেনেও সবাই শর্তহীন ভালোবাসে তোমাকে
আমিও ভালোবাসি তদনুরূপ
চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ দাদা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার প্রামানিক ভাই কষ্ট করে মন্তব্য করার জন্য । আমার ধারনায় ব্লগে আপনিই সেরা মন্তব্যকারী । আপনাকে ধন্যবাদ বারবার ধন্যবাদ ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ দাদা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবীর ভাই । ভালো থাকুন সুস্থ থাকুন ।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও শত শুভেচ্ছা আমার ব্লগে পদধূলি দানের জন্য। ধন্যবাদ ।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
দেবজ্যোতিকাজল বলেছেন: আধুনিক যুগে আধুনিক শব্দেই কবিতা লিখতে হবে ।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ দাদা মনে থাকবে।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ জাহেদ ভাই, ভাল থাকুন ।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন: ভালো লাগল।শুভ কামনা জানবেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই । ভালো থাকুন ।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ কল্লোলভাই। ভালো থাকুন ।*
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ লেখায় একটা আলাদা ভাব আছে।
ভাল লাগল ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভালো লাগায় মহাখুশি হলাম ভাই । ধন্যবাদ আপনাকে । মনে থাকবে আপনার নাম ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
মেহরাব ইসলাম বলেছেন: লেখাটি খুব ভালো লেগেছে। ++++++
জীবন চলার পথে প্রিয় সহচরী তুমি
পার্থিব সুখের প্রথম শর্ত তুমি;
অন্ধের যষ্ঠির মত আবশ্যিক আপন ।
বহুগামিনী উর্বশী জেনেও সবাই শর্তহীন ভালোবাসে তোমাকে
আমিও ভালোবাসি তদনুরূপ
তোমার অভাবে অথর্ব জীবন কাটাচ্ছে অনেকে অনেকের জীবন সংশয় আজ অনাহারে অর্ধাহারে কাটাচ্ছে কাল ।
সমাজিক সারিতে অপাংক্তেয় তারা-আলোহীন অ-সুখে কাটায় জীবন ।