![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
জ্বালাও পোড়াও ধ্বংস করো
ছাই করে উড়িয়ে দাও সচল বাতাসের সাথে--
প্রেমাসক্ত দুর্বিনত দুরাচারী এই অবাধ্য মনটাকে ।
কেন সে কাছে পেতে চায় সবসময় একান্ত নিভৃতে একা তোমাকেই শুধু তোমাকেই।
মা মাটী মানুষ সব ভুলে মন তোমাতেই মগ্ন সারাক্ষণ.....
এ কেমন অবিচার তার ।
অলিখিত কর্তব্য অনেক অলক্ষ্যেই বর্তায় একজন মানুষের উপড়
কেন সে মানুষ স্বেচ্ছায় হারায় আপন স্বত্ত্বা শারীরিক সাগরে ।
অপরূপ অপঘাত এই অসম প্রণয় জীবনের যৌক্তিকতা কুরে কুরে খায় দুরারোগ্য ক্যান্সারের মত ।
তবুও মানুষ হায়! আপন ঐতিহ্য হারায় এই কুহকের কবলে পড়ে... ..
সময়ে অসময়ে- প্রকাশ্যে গোপনে- ইচ্ছায় অনিচ্ছায়।।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সর্বাগ্রে মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭
কল্লোল পথিক বলেছেন: জ্বালাও পোড়াও ধ্বংস করো
ছাই করে উড়িয়ে দাও সচল বাতাসের সাথে--
প্রেমাসক্ত দুর্বিনত দুরাচারী এই অবাধ্য মনটাকে ।
অসাধারন কবিতা
কবিতায়+++++++++++++++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার উৎসাহে প্রতিবারই উৎসাহ পাই কল্লোল ভাই। কবিতা পড়ে অনুপ্রেরণামূলক মন্তব্য দানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
রক্ত মাংসের মানুষকে মন ও মগজের মাঝে সম্নয় ঘটাতে হচ্ছে, তাই অনেক কিছুই কঠিন হচ্ছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সবসময় মনের গভীর থেকে মন্তব্য করেন বলেই আপনাকে ভাল লাগে ভাই ।কবিতা কেমন হয়েছে তা কিন্তু বলেন নি । নিজের মনকে নিজের অনুশাসনেই রাখতে হয় । অনেক ধন্যবান আপনাকে ভাল থাকবেন ।।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বেশ প্রতিবাদময় কবিতা! অনেক ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ টাইগারসাহেব। আপনার পদাপর্নে ধন্য হলাম। কবিতা ভাল লাগায় বেশ উৎসাহিত বোধ করছি ভাল থাকুন আবার আসুন। খুশী হব ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর ও সাবলীল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ হোসেন । ভাল থাকুন । আবার আসুন ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ দাদা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভাল লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
নুরএমডিচৌধূরী বলেছেন:
বেশ ভালো হয়েছে। শুভকামনা থাকলো অনেক।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:২৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকুন।
৮| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে । পরিবর্তনও এসেছে ।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৪১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ দাদা । ভাল থাকুন।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: দাদা কেমন আছেন?
আপনার কবিতা অনেক উঁচুমানের।
++++
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: * দুঃখিত দাদা ব্যস্ততার কারনে ঝোঁকের মাথায় আপনার মন্তব্যর উত্তর নীচে মন্তব্যের ঘরে লিখে ফেলেছি প্লিজ ক্ষমা করবেন। আমার প্রায়ই এই ঘটনা ঘটে যায়।।*
১০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। আছি ভাল তবে ভীষন ব্যস্ত। কবিতার উচু নিচু মান কোন ব্যাপার না । একেক জন একেক ধারায় লিখেন এই যা । আমি সাধারন পাঠককে লক্ষ্যে রেখেই লেখার চেষ্টা করি । ভালমন্দ আপনার মত প্রাজ্ঞদের উপড় নির্ভর করে।। আবার নমঃস্কার। ভাল থাকবেন।।
১১| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬
প্রীতম বলেছেন: খুবই ভালো লাগলো পড়ে। ধন্যবাদ।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ আপনাকেও ব্লগে এসে কবিতা পড়ার জন্য।
১২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ আপনাকেও ব্লগে এসে কবিতা পড়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। শুভকামনা থাকলো অনেক।