![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
হাসতে হাসতে চলে গেলে
বরো টা বাজালে জীবনের আমার।
কষ্টের অক্টোপাসে ধরেছে চেপে- দমবন্ধ হয়ে যাচ্ছে ক্রমশঃ ।
দিন রাত সমান দেখছি ইদানিং- লাল নীল কোন রং চিনি না
সব কিছুই নিকষ কালো অন্ধকার ।
নিঃশ্বাস চলে গেলে কেউ কি বাঁচে ?
তুমিই তো ছিলে নিঃশ্বাস আমার ।।।
******************।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। কবিতা পড়ে সর্বাগ্রে সুমন্তব্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।।
২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: সাদা-মাঠা লেখা । ভাল লাগল ।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। সবাই যখন সাদাই লিখে আমি একাই রঙিন লিখবো- তাই সাদাই লিখলাম।। ধন্যবাদ।।
৩| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। কেমন আছেন দাদা?
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার প্রামানিক ভাই। আমি ভালোই আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আমার কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ।।
৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো কবি।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:২০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। আপনার ভালো লাগায় আমিও খুশি হলাম খুব। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।।
৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা । আপনার ভালো লাগায় খুব খুশি হলাম।। ধন্যবাদ।।
৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে দাদা।
অনেক শুভ কামনা জানবেন।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিক ভাই। কবিতা পড়ে উৎসাহিত করার জন্য ধন্যবাদ বারবার।
৭| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
ক্ষুদ্রমানব বলেছেন: ভালো লাগলো
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ