নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

হ্রস্ব হচ্ছে ক্রমশঃ

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

গহীন গহ্বরে রেখেছি গোপন আপন আকাঙ্খার অনুসঙ্গ
প্রসঙ্গান্তরে ধীরে ধীরে মধ্যাহ্ণ হল গত
অপরাহ্ণের অনুজ্জ্বল আলোয় অপসৃয়মান ফাগুন দেহের ছায়া
তোমার মোহে মূহ্যমান
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে ক্রমশঃ
একদিন সম্পৃক্ত হবে মৃত্তিকার সাথে।

এ যাবত কতদুর গড়ালো চৈতালী তোমার বাড়ন্ত বেলা- ফাল্গুনের খেলা তো কবেই করেছো সাঙ্গ ।

বড়ই মর্মাহত ছিলে বসন্ত উৎসবে
অনিচ্ছার ডালে ফুঁটেছে অবাঞ্চিত ফুল- লক্ষ্মনরেখায় আবদ্ধ আছো এ যাবত খরতাপের মধ্যস্থলে কাটাচ্ছো কাল ।
কতকাল হয়নি দেখা পরষ্পরের মুখ
মনে জাগে ক্রন্দসী মুখচ্ছবি কানে বাজে দীর্ঘশ্বাসের ধ্বনি প্রতিধ্বনি প্রতি পলে পলে ।

আমারও নিঃশ্বাস হ্রস্ব হচ্ছে ক্রমশঃ ...... হয়তো আর হবে না দেখা সূর্যাস্তের আগে- চৈত্যলিপিতেও রবে না তোমার স্মৃতিস্বাক্ষর । সম্ভব হলে এসো একদিন সমাধি চত্বরে-- ঢেলে দিও বক্ষস্থিত ব্যথার বকুল..... অতুল উল্লাসে ঘুমাবো শান্তির ঘুম ....... কতকাল নির্ঘুম কাটাচ্ছি তুমিতো জানোই ।
অমর স্মৃতি সম্বল করে স্বস্তিতে র'বে তুমিও প্রণয় গৌরবে ।।।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: তোমার মোহে মূহ্যমান
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে ক্রমশঃ
একদিন সম্পৃক্ত হবে মৃত্তিকার সাথে।

++++

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সর্বপ্রথম সুন্দর মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

২| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

বাউল আলমগী সরকার বলেছেন: অসাধারণ লাগল চন্দ্র দাদা
আর অনেক অনুপ্রেরণা পেলাম

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্যে আমিই অনুপ্রাণিত হলাম ভাই।দয়া করে আমার বাকী কবিতা গুলোও দেখে মন্তব্য রাখবেন এবং ত্রুটি বিচ্যুতি ধরে দিয়ে বাধিত করবেন। নমঃস্কার।।

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো লাগল।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনি মন্তব্য করায় আমারও উৎসাহ বাড়লো । আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৪| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া করবেন আর ভাল থাকবেন।

৫| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০

রবাহূত বলেছেন: ভালো লাগলো! বেশ একটা ঝঙ্কার আছে!! তবে কে সেই রহস্যময়ি?

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে মনযোগ দিয়ে কবিতা পড়ে সুচিন্তিত মতামত প্রদানের জন্য। না ভাই আমার সেরকম কেউ নেই। সে হল কল্পনায় আঁকা মানসী। ভাল থাকুন । ধন্যবাদ আবারো।।

৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায়না, এই কবিতা এমনই সুন্দর।

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে ভাই । আপনার মন্তব্য অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন এই কামনা করি।।

৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তার চেয়ে আপনিই বেশি চমৎকার পথিকভাই। পথে পথে ঘোরেন সব ব্লগেই মন্তব্য রাখেন সুন্দর সুন্দর পোষ্ট করেন।। ধন্যবাদ আপনাকে সহস্রবার।।

৮| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ দাদা

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রামানিক ভাই। ভালো থাকুন ভালো লিখুন এটাই সদাই চাই।

৯| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪১

মেজদা বলেছেন: অসাধারণ লেখনী। খুব ভাল লাগলো। ধন্যবাদ

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: মেজদা নমঃস্কার । আপনি কষ্ট করে আমার ব্লগে আশায় ভীষন আনন্দ হচ্ছে আমার। মাঝে মাঝে আসবেন তবে ধন্যবাদ দানের জন্য নয়, আমার লেখার ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিবেন যেন সংশোধিত হতে পারি। ধন্যবাদ দাদা।

১০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: খুব চমৎকার একটা প্রেমময় অনুভূতি দিয়ে গেলেন। খুব ভাল লেগেছে কবিতা।
কয়েকটি ভালো লাগার পংক্তি/লাইনঃ
এ যাবত কতদুর গড়ালো চৈতালী তোমার বাড়ন্ত বেলা- ফাল্গুনের খেলা তো কবেই করেছো সাঙ্গ
মনে জাগে ক্রন্দসী মুখচ্ছবি কানে বাজে দীর্ঘশ্বাসের ধ্বনি প্রতিধ্বনি প্রতি পলে পলে
সম্ভব হলে এসো একদিন সমাধি চত্বরে-- ঢেলে দিও বক্ষস্থিত ব্যথার বকুল..... অতুল উল্লাসে ঘুমাবো শান্তির ঘুম ....... কতকাল নির্ঘুম কাটাচ্ছি তুমিতো জানোই

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ স্যার, আদাব নিবেন। আপনি মন্তব্য করায় কৃতজ্ঞতা জানাচ্ছি বারবার। আপনি স্যার মাঝে মাঝে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন যাতে সংশোধিত হতে পারি। আপনি ভাল থাকুন স্যার । নমঃস্কার।।

১১| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

জেআইসিত্রস বলেছেন: অনবদ্য কথামালায় মুগ্ধহলাম । অফুরান শুভ কামনা ।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কষ্ট করে ব্লগে এসে প্ররণামুলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.