![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
লক্ষ্মী প্রতিমা হয়ে সামনে দাঁড়াও চুপচাপ
বিবাহোত্তর সাজে কেমন দেখায় চেয়ে চেয়ে দেখি ।
ঘোমটা খোল নয়ন তোল... দেখি বিয়ের স্বাক্ষী-
সিঁথির সিঁদুর নাকের ফুল কানের দুল -
মৃণাল হাতে শঙ্খচুড়ি;
নয়নে খুঁজি বিগত অতীত।
কি ছিলে আমার কি হলে এখন... ?
কি বলে করি সম্বোধন পরস্ত্রী তোমাকে ?
আপনি ছেড়ে এতদিন ডাকছিলে তুমি -
তবে কি এখন ডাকবে আবারও আপনি ?
প্রশ্নের পর প্রশ্ন ভীড় জমায় মনে- মেলে না উত্তর!
এখন তোমার সুবর্ণ সময় ভবিষ্যৎ উজ্জ্বল-
আমার জীবন থমকে গেছে পথের শেষে ।
কিভাবে বাঁচবো তুমিহীন আমি ?
নিরুত্তর থেকো না উত্তর দাও ।
তবে কি পুনরায় মুষিক হবো ,
মদের গ্লাস নেবো হাতে ? ? ! ? ! ! ?
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হু আপনার ভাল লেগেছে আমার লেখা সার্থক হয়েছে।ধন্যবাদ আপনাকে।
২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উৎসাহিত হলাম কল্লোল ভাই ভাল থাকুন।
৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার।
৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবীর ভাই ভাল থাকুন।
৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ দাদা।
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভালো লাগায় আমার শ্রম সার্থক হয়েছে প্রমান হলো প্রামানিক ভাই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৩
বিজন রয় বলেছেন: কাকে বললেন দাদা নিরুত্তর না থাকতে?
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এটা একজন ব্যর্থ প্রেমিকের উক্তি দাদা । একজন প্রতারক প্রেমিকাকে বলেছেন। আপনি ভাল আছেন তো।
৭| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫
মুসাফির নামা বলেছেন: ভাল লাগল।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভালো লাগায় আমারও ভালো লাগলো।
৮| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: নিরুত্তর থেকো না উত্তর দাও --
ওরা নিরুত্তরই থেকে যায়, সবসময়।
উত্তরটা আপনাকেই খুজে নিতে হবে, মন হয়।
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *নমঃস্কার স্যার*
পুনরায় মুষিক হতেই হবে।
মদের গ্লাস নিতেই হবে হাতে ।।
৯| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভালো লাগাতে, বেশ জোর পেলাম আমার কলম ধরা হাতে।
১০| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
ক্ষুদ্রমানব বলেছেন: চমৎকার বলেছেন
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্লগে এসে উৎসাহ দানের জন্য।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩
অঘ্রান প্রান্তরে বলেছেন: ভালো লাগা রেখে গেলাম, অনেক............ভালো থাকুন সব......।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কষ্ট করে ব্লগে এসে চমৎকার মন্তব্য করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তরিক ধন্যবাদের সাথে। ভাল থাকুন এই কামনা করি।
১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
অঘ্রান প্রান্তরে বলেছেন: একই কামনা আমারও ছিল, আছে, থাকবে.........।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুবই ভালো লাগলো আপনার মতামত । সাথে আছি সাথে থাকুন সবসময় ভালো থাকুন। এই কামনা আবারো।।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
জেব্রা মাস্টার বলেছেন: ভাল কবিতা।