নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

চোখে দেখা স্বর্গ

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৩

স্বদেশ আমার চোখে দেখা স্বর্গ
স্বপ্ন সুখের লীলাভূমি
পবিত্র তীর্থস্থান ।
জন্মাবধি শ্বাসে প্রশ্বাসে জপে চলেছি
প্রিয় দু'টি ইষ্টনাম- জননী ও জন্মভূমি
বোধে'র বোঁটায় ফোঁটা প্রিয়তর দু'টি ফুল ;
যে ফুলের পরাগ পরাণে মেখে সুখে দুঃখে বয়ে যাচ্ছে এ জীবন.... স্বচ্ছধারা স্রোতস্বিনীর মত

বাল্য কৈশোর যৌবন পরিয়ে.... বোধি বৃক্ষ তলে দাঁড়িয়ে নিশ্চিত জেনেছি আজ
মায়ের মত কেউ নয় অমূল্য আপন
স্বদেশের মত নেই কোন আর সুদৃশ্য স্বর্গ ।

মা মাটি মানুষের মায়ায় মুগ্ধ এ মন
পদ্মা মেঘনা যমুনার জলে শুদ্ধ পরিশুদ্ধ ।
ত্রিশ লক্ষ দধীচির রক্তের রঙে আঁকা মনোরম মানচিত্র.... সবসময় ভেসে বেড়ায় মনের পর্দায় চলমান চলচ্চিত্রের মত ।

গাঢ় সবুজের বুকে রক্তলাল সূর্য নিয়ে
স্বদেশের পতাকা যখন বাতাসে নাচে
মনের মুকুরে ফুঁটে উঠে ঊনিশ'শ একাত্তর,
সাত ই মার্চ ছাব্বিশে মার্চ. আর... আর...
কানে বাজে বারবার আশ্চর্য সুন্দর তেজোদ্দীপ্ত একটি কন্ঠস্বর .... ।
সুখের সূতিকাগার স্বদেশ আমার
অপরূপ চিত্রকল্প
চোখে দেখা স্বর্গ ।।।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

তার আর পর নেই… বলেছেন: মাঝখানে কয়েকটা লাইন খুব ভালো লেগেছে।

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সর্ব প্রথম সুন্দর মন্তব্য পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে শতবার।।

২| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

বিজন রয় বলেছেন: দাদা কেমন আছেন?
তেল মারতে আসি নাই।

আপনি ভাল লেখেন।
ভাল থাকেন।

২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কি যে বলেন দাদা! আপনারা অগ্রজ লেখক। আপনাদের অনুসরন করেই আমরা অনুজরা প্রতিষ্ঠত হতে আশা করি।।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: বাহ , সুন্দর লাগলো ।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার সুন্দর লাগায় আমার মনোবল বেড়ে গেল। অজস্র ধন্যবাদ আপনাকে।।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৮

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর লাগল আপনার লেখা।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার লেখাও সুন্দর হয়েছে। সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। অজস্র ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন ভাল লিখুন।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: গাঢ় সবুজের বুকে রক্তলাল সূর্য নিয়ে
স্বদেশের পতাকা যখন বাতাসে নাচে
মনের মুকুরে ফুঁটে উঠে ঊনিশ'শ একাত্তর,
সাত ই মার্চ ছাব্বিশে মার্চ. আর... আর...


দারুণ কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ দাদা

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই। আপনি সবখানেই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে মন্তব্য করেন। বেশ ভালো লাগে ।।

৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: স্বদেশপ্রেমের আকুতি ভালো লেগেছে।
আর আপনার জন্য রইলো একরাশ শুভেচ্ছা।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সাইয়িদ ভাই আপনি আসাতে আমি ভীষন খুশি হয়েছি। ভাল থাকুন।

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


জন্মভুমির মান রাখতে হবে, মানুষকে বড় করতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তাই করতে হবে ভাই। কবি সাহিত্যি রাজনীতিক সবারই সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ধন্যবাদ । ভালো থাকুন।

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল লাগল। দেশের প্রতি এ আকুলতা আমাদের কাজে লাগাতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। দেশবাসীর প্রত্যেকের মনে এই আকুলতা সৃষ্টি করাতে হবে।।

৯| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটি লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই রাজপুত্র। ভালো থাকবেন এই কামনাই করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.