নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

তামাটে হৃদয়ভূমি

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

বৃষ্টিভেজা আকাশের মত স্বচ্ছসুন্দর সদ্যস্নাতা,
পিঠে ছড়ানো কেশদাম হতে টুপটাপ জল ঝরছে বৃষ্টতে ভেজা নারকেল আর খেজুর পাতার মত ।
আমাকে হতবাক করে সামনে দাঁড়ালে -যেন জলসিক্ত শ্বেত শতদল।
প্রতিটি পাপড়িতে দলে উপদলে বৃন্ত বৃতিতে-তন্ন তন্ন করে খুঁজলাম অতীতের অবশিষ্টাংশ,.... নেই নেই কিছুই বাকী নেই সেখানে আর-- পরিবর্তে ঝলমল ঝলমল হাসে সুখের রঙিন জল।
অতঃপর অনেক কষ্টে দীর্ঘশ্বাস চাপলাম, তোমাকে মাপলাম সূক্ষ্ম দৃষ্টির নিক্তিতে ।
একটুও বিচলিত হলে না তুমি আমার বিরহদগ্ধ উদাসীন নীলকন্ঠ রূপান্তর দেখে ।
বরষার পরে শরৎ এসেছে ভূবনে তোমার,
সবুজে সবুজে ভরপুর চারদিক।
আকাশে ভাসছে ধবল মেঘের ভেলা,
বাতাসে মিশেছে ফোঁটা শিউলির সুবাস;
সূর্য্যোদয় হয় ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে ।
আর আমি অনেক আগেই হারিয়েছি ফাগুন
স্মৃতির আগুন আর গ্রীষ্মের দহনে তামাটে হয়েছে আমার হৃদয়ভূমি...
শত বর্ষনেও ভিজবে না তা
দ্বিতীয় অঙ্কুরোদ্গমের কোনই সম্ভাবনা নেই সেখানে।*********।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো হয়েছে। ভালো লাগলো।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সর্বপ্রথম মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই। ভালো থাকুন।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: সুন্দর শিরোণাম।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। এটা আমার প্রথম কাব্যগ্রন্থের নাম। আপনার পছন্দ হওয়ায় ভীষন ভালো লাগছে। ধন্যবাদ। কবিতাটি সম্পর্কে কিছু বললে বাধিত হতাম।।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

রিপি বলেছেন:

স্মৃতির আগুন আর গ্রীষ্মের দহনে তামাটে হয়েছে আমার হৃদয়ভূমি...
শত বর্ষনেও ভিজবে না তা
দ্বিতীয় অঙ্কুরোদ্গমের কোনই সম্ভাবনা নেই সেখানে।



কি চমৎকার ভাবে প্রকৃতির সাথে বদলে যাওয়া জীবন কে তুলে ধরেছেন। শিরনামটাও চমৎকার।। সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্যদানের ধারাটাও সবার সেরা। খুব উৎসাহিত হলাম ধন্য হলাম আপনার মন্তব্য পেয়ে। কৃতজ্ঞতা জানবেন আন্তরিক। ভাল থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্নিগ্ধ উপমার জড়ানো কবিতায় একরাশ ভাললাগা।
ভাল থাকবেন সবসময়।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিও ভাল থাকবেন। মাঝে মাঝে একটু পরামর্শ দিবেন। ভুল ত্রুটি ধরিয়ে দিলে বাধিত হবো। ধন্যবাদ জানবেন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭

রাজসোহান বলেছেন: "তামাটে হৃদয়ভূমি"

নামটাই অন্যরকম। কবিতা ভালো লেগেছে!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই উৎসাহিত করার জন্য। ভাল থাকুন এই কামনা করি সবসময়।।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

জুন বলেছেন: সত্যি অসাধারণ । শিরোনাম থেকে কবিতার বক্তব্য আর ভাষা।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভীষন উৎসাহিত হলাম আপনার মন্তব্যে। কৃতজ্ঞ থাকলাম। ধন্যবাদ জানবেন আর ভাল থাকবেন সবসময়।।।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

আরাফআহনাফ বলেছেন: "..........তামাটে হয়েছে আমার হৃদয়ভূমি...
শত বর্ষনেও ভিজবে না তা
দ্বিতীয় অঙ্কুরোদ্গমের কোনই সম্ভাবনা নেই সেখানে।"

++++
অনেক ভালো লাগা জানবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্যে খুব খুশি হলাম আর উৎসাহ পেলাম। ভাল থাকবেন।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অনুভূতির আকাশ শেষে বৃষ্টি ঝরালো । কবিতা ভাল লেগেছে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কৃতজ্ঞতার সঙ্গে অজস্র ধন্যবাদ জ্ঞাপিত হলো আপনার চরণ যুগলে কায়মনোবাক্যে।।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো। বিশেষ করে শেষ তিনটি পঙক্তি।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কষ্ট করে মন্তব্য করায় কৃতজ্ঞ থাকলাম। ধন্যবাদ জানবেন আর ভালো থাকবেন।।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: উপমায় জড়ানো চমৎকার কবিতা। ধন্যবাদ দাদা

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ততোধিক ধন্যবাদ আপনাকেও। আপনার কমেন্ট ছাড়া আমার পোষ্ট ক্যামন পানসে হয়ে যায় । আপনি খুব ভালো মানুষ, ভালো থাকুন ভাই । আমার প্রতিটি পোষ্টেই আপনার মন্তব্য চাই।।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

কল্লোল আবেদীন বলেছেন:






ভালো হয়েছে,ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভাল লাগায় আমার উৎসাহ বাড়লো দ্বিগুন।। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.