![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
আর কেন ফিরে তাকাও সজল নয়নে,
স্মৃতি মন্থনে বাড়াও হৃদয় ভার;
বসন্ত বর্তমানে কেন বর্ষা ডেকে আনো ?
কেন নেভাতে চাও অদৃশ আগুন আমার ?
বর্তমান রাঙাতে হলে ভুলে যাও স্মৃতিময় অতীত,
বাহ্যিক বসন্তে ঢাকো অন্তরের শ্রাবণ ।
নিয়তির নির্দিষ্ট বিচারে বিচ্ছিন্ন দু'জন....
দুই প্রান্তে কাঁদি অনিঃশেষ প্রেমের অতৃপ্তি নিয়ে ।
তুমি তো তবু ভালোই আছো- গড়েছো নিবাস সুখ স্বপ্নের দেশে... নতুন আলোয় আলোকিত দিনকাল
আমার স্বপ্ন ভেঙ্গেছে অকালেই
না পাওয়ার অ-সুখে আক্রান্ত দেহমন,
প্রখর প্রতাপে তার জ্বলে পুড়ে হচ্ছি ছাই ।
কোথাও কেউ নেই... এই ছাই এর কপালে এঁকে দিতে সুশীল স্বান্তনার সোহাগী চুম্বন ।
তুমিও মেখো না গায়ে কলঙ্কের নীল,
মুছে ফেল মন থেকে স্মৃতির জলছাপ,
নিঃশ্বাসে নিও না টেনে দীর্ঘশ্বাস আমার;
নিশ্চিত নিবাসে সুখে থাকো নিরাপদে ।।।
। ..... । .... । ..... । ... ।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় সাইয়িদ ভাই । খুব খুশি হলাম সর্বপ্রথম আপনার মন্তব্য পেয়ে । আপনি ভাল থাকুন এই কামনা করি ।।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৪
জুন বলেছেন: স্বপ্ন অকালে না ভাংগলেও তার কষ্টটা কিন্ত একই রকম ডা: প্রকাশ চন্দ্র রায়। মুছে ফেল মন থেকে স্মৃতির জলছাপ,নিঃশ্বাসে নিও না টেনে দীর্ঘশ্বাস আমার; এটাই সত্যি।
অনেক ভালোলাগা রইলো
+
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুন সাহেব। আপনার মন্তব্য পেয়ে অত্যন্ত খুশি হলাম। আপনার ধারনাই ঠিক । স্বপ্ন যে কোন পর্য্যায়েই ভাঙ্গুক না কেন তার কষ্ট অসহনীয়.। ভালো থাকুন ভাই, পাশে থাকুন।।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
অঘ্রান প্রান্তরে বলেছেন: নিয়তির নির্দিষ্ট বিচারে বিচ্ছিন্ন দু'জন....
দুই প্রান্তে কাঁদি অনিঃশেষ প্রেমের অতৃপ্তি নিয়ে ।
জীবন তবুও চলে, শুধু ধূসর স্মৃতির নিয়ে পড়ে থাকে হত্যায়িত আত্মা _-________
কবিতায় ভালো লাগা...
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর বলেছেন আপনি. ধূসর স্মৃতি নিয়ে পড়ে থাকে হত্যায়িত আত্মা ।। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য প্রদানের জন্য। পাশে থাকুন ভাই।।
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: দাদা কেমন আছেন?
সুখে থাকেন, নিরাপদে থাকেন।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। সুখেই আছি দাদা আপনার আশীর্বাদের জোরে। তবে নিরাপদে নেই। স্মৃতির দাপটে আর কবিতার অত্যাচারে অতিষ্ঠ অবসর। একটু নির্জনে পেলেই জাপটে ধরে আপাদমস্তকে। আপনি নিরাপদে আরামে থাকুন গ্রীষ্মের প্রাঙ্গণে এই কামনাই করি মনে প্রাণে ।।
৫| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তুমিও মেখো না গায়ে কলঙ্কের নীল,
মুছে ফেল মন থেকে স্মৃতির জলছাপ,
নিঃশ্বাসে নিও না টেনে দীর্ঘশ্বাস আমার;
নিশ্চিত নিবাসে সুখে থাকো নিরাপদে!
অসাধারণ লিখনী! ভালো লেগেছে!
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভীষন উৎসাহিত হলাম শামীম সাহেব আপনার মন্তব্যে । মাঝে মাঝে আসবেন ব্লগে উৎসাহিত করতে আর ভাল থাকবেন সবসময়। নববর্ষের আগাম শুভেচ্ছা শুধুমাত্র আপনার জন্য। ধন্যবাদ অনেক ধন্যবাদ।।।
৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
কল্লোল আবেদীন বলেছেন: চমৎকার লিখেছেন।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন । পাশে থাকুন।।
৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্যের কি উত্তর লিখি ভেবে পাচ্ছি না। প্লিজ আমার কবিতার ভাল মন্দ কিছু মন্তব্য করুন।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আপনার কবিতা বনলতা সেনের টুথপেস্টের মতই সুন্দর,মোলায়েম
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার অদ্ভুতুরে মন্তব্যে অতিদ্ভুত প্রতিক্রিয়া ব্যক্ত হলো। তবুও ধন্যবাদ ন্যানো টাইম কিল করেছেন।।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০
উদাসী স্বপ্ন বলেছেন: ডাক্তার সাহেব যে এমন বিরহের বাদশা এটা তো জানতাম না! খাসা খাসা!
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ডাক্তারাও মানুষ এবং মানুষ মাত্রেই প্রেম বিরহ থাকতেই পারে। মানুষের মধ্যেই কেউ কেউ কবি... যারা নিজের বা অন্যের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কবিতা লিখে। আপনার আন্তরিক মন্তব্যে অত্যন্ত আনন্দিত আমি। অজস্র্য ধন্যবাদ আপনাকে।।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
নীলপরি বলেছেন: খুব ভালো ।+
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিও ভাল থাকুন এই কামনাই করি।।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪২
ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর , অনেক ভাল লাগা রইল
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভীষন উৎসাহিত হলাম আপনার মন্তব্যে। ভাল থাকুন সবসময় এই কামনা করি। ধন্যবাদ।
১৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অসাধারন কথামালা! খুব ভালো লাগল।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমারো ভালো লাগলো আমার ব্লগে আপনার মন্তব্য পেয়ে। আশা করছি পাশে থাকবেন এবং উৎসাহ যোগাবেন।।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর হয়েছে।
শুভেচ্ছা আপনাকে।