![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
এখানে সেখানে অনেক স্থানে অতুল উল্লাসে
হাসতে হাসতে
নাচতে নাচতে
ফোঁটাও কত রঙিন ফুল,
আমার গানে আহ্বানে
সকল প্রকার কথপোকথনে খোঁজ শুধুই ভুল আর ভুল।
আকাশ ছোঁয়া আশা'র জোঁয়ার.... আছড়ে পড়ে তোমার তটে,
আমার আকাশ অষ্টপ্রহর ঢাকা থাকে অচল মেঘে ।
কি নেই আমার ওদের মত দেহ মনে আচরনে
কি চাই তোমার আমার কাছে
বলো নি তা অকপটে ।
না চাও যদি বাড়ানো
দু'হাত
প্রেম প্রপাত থেমে যাবে
তাতেই কি আর এ পৃথিবী এক নিমিষেই উল্টে যাবে?
আমিও র'বো তুমিও র'বে
স্মৃতিস্বাক্ষর অমর হবে ।।।।
।।। ।।।।।।। ।।।
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সর্বপ্রথম মন্তব্য করার জন্য আর ভাল থাকবেন সবসময়।।
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ ডাঃ প্রকাশ চন্দ্র রায়।
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইসাহেব কষ্ট করে মন্তব্য দানের জন্য।।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো কবি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনিও ভাল থাকবেন দাদা আর আশীর্বাদ করবেন আগামীবার যেন দুই চারটা একক কাব্যগ্রন্থ বের করতে পারি। নমঃস্কার।।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
বিজন রয় বলেছেন: গভীর, গভীর, গভীরের কবিতা।
অনেক শুভকামনা দাদাকে।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। আশীর্বাদ করবেন দাদা, এবার মাত্র পাঁচটা যৌথকাব্য বের হয়েছে, অর্থ স্বল্পতার কারনে একক গ্রন্থ বের করতে পারিনি। আগামীতে যেন দুই একটা বের করতে পারি। এ ব্যাপারে আপনার আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছি। ভাল থাকবেন ততদিনে। নমঃস্কার।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনেক ভালো লিখেছেন কবি। শুভকামনা।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব খুশী হয়েছি আপনি আসাতে শামীম ভাই। আপনারা সাহস যোগালে ভীষন উজ্জীবিত হই.,যথেষ্ট উৎসাহের সঙ্গে লিখতে পারি। আন্তরিক ধন্যবাদসহ শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন সবসময়।।
৬| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮
পূবাল হাওয়া বলেছেন: আমার আকাশ অষ্টপ্রহর ঢাকা থাকে অচল মেঘে ।
সুন্দর কথা মালা কবি। ভালো থাকুন সব সময়...
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এতদিন কোথায় ছিলে,
কি পেলে আর কি হারালে?
কবেই খুলেছি দখিন দুয়ার
বহে না সুবাতাস
আসে না সুসময়,
দৃঢ় প্রত্যয়গুলো নড়বড়ে আজ-আশা'র পাখিরা ডানা ঝাপটায় ।
উপায়হীন তবুও আমি
যদিও বসন্ত পেরিয়ে যায়।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৮
বিজন রয় বলেছেন: দাদা কেমন আছে?
আজকাল তো আপনাদে দেখা পাওয়া যায় না।
ব্যাপার কি? নাকি রাগ করেছেন?
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিক বলেছেন দাদা। এখন পেশাগত সিজন চলছে তাই দেখা সাক্ষাত কম হচ্ছে তবে আপনার নামটি লকেট রূপে বুকে ঝুলছে।।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫২
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++++++
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার ভাই। আপনি মন্তব্য করতে পারছেন জেনে ভীষন ভাল লাগছে। ভাল থাকুন এই কামনা করি।।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "স্মৃতিস্বাক্ষর অমর হবে"
সুন্দর।
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেকদিন পরে এলেন। মন্তব্য দানের জন্য ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
কল্লোল আবেদীন বলেছেন:
চমৎকার কবিতা।