![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
শয্যা ত্যাগের প্রাক্ মুহূর্তে যদি দেখি তোমার চাঁদমুখ -বুঝতে পারি আজ রঙিন ঘুড়ি উড়বেই সুখে সারাটাদিন মনাকাশের বুকে - রজনীগন্ধা'রা ছড়াবেই সুবাস
পূবালী বাতাসে ।
মধ্যাহ্ণে ফিরলে গৃহে.... যদি চোখে রাখো চোখ হীরক হাসির সাথে- স্বর্গ হতে সুখ পাখিরা
ঝাঁকে ঝাঁকে
নাচতে নাচতে নেমে আসে অন্তর পাটাতনে ।
সায়াহ্ণে গোধূলি সজ্জায় সজ্জিতা তুমি অপরূপ রূপে দাঁড়ালে সম্মুখে-
ছন্দে ছন্দে অপার আনন্দে নাচে ত্রিভূবন আমার ।
নিশীথ সজ্জায় শয়নে পাশে প্রেমের খঞ্জনি বাজে উভয় অন্তরে,
তুমি আমি একাত্ম হই অথৈ উল্লাসে;
তুমি আছো আমি আছি উভয়েই পাশাপাশি --একালে সেকালে
ইতিহাস ভূগোলে সতত কপোত কপোতীর মত ;
তুমি তো জানোই শতরূপা তোমার আমার প্রেমের গভীরতা কত ।।।*******।
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: * শত শত রূপ যার
দেহ মনে নাচে,
তাকেই তো লোকে শতরূপা ডাকে ।*
কবিতা ভালো লাগায় উৎসাহিত হলাম দাদা। ভালো থাকবেন সবসময় এই কামনা করি। নমঃস্কার।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬
কল্লোল পথিক বলেছেন: দারুন হয়েছে দাদা।
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমিও দারুন খুশি হলাম কল্লোল ভাই আপনার উদ্দীপক মন্তব্য পেয়ে। ভাল থাকবেন সবসময়। ধন্যবাদ।।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ৮:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ.....!
দারুন লেখনি। হৃদয়
ছুঁয়েছে তাই ভালোলাগা জানিয়ে দিলাম।
১১ ই মে, ২০১৬ রাত ৮:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্যে দারুন উৎসাহিত হলাম কবি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪
প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে দাদা। খুব ভালো লাগল কবিতা।
১১ ই মে, ২০১৬ রাত ৮:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্যে ভীষন খুশি হলাম প্রামানিক ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
বিজন রয় বলেছেন: শতরূপারা তো সব জানবেই।
০৮ ই জুন, ২০১৬ রাত ৯:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিক দাদা । শতরূপারা'রা অন্তর গহীনের সব তথ্যই জানে। হয়তো সবগুলো প্রকাশ করে না ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: দাদা শতরূপা কে?
কবিতা কিন্তু মন ভরিয়ে দিল।