![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
নতুন সম্ভাবনা হাতে নিয়ে নতুনেরা আসে
নতুন আলোয় ভরে দেশ
যা কিছু ছিল অবশিষ্ট
জীর্ণ জরা দ্বেষ বিদ্বেষ;
নতুনের তাপে পুড়ে পুড়ে হয়ে যায় নিঃশেষ ।
.
যা কিছু ছিল ভুল অচল অপ্রতুল-নতুন এসেছে নতুন সংস্কার নিয়ে,
সব ভুল ভেঙ্গে দিয়ে ফোঁটাতে সঠিক ফুল ।
.
চৈত্রের চাতক ডাকবে না আর-
বলবে না কেঁদে কেঁদে
দে জল..... দে জল... ...
বৈশাখী মেঘ জমেছে আকাশে ঝরাবে বলে শান্তিসুধা'র জল ।
.
ধুয়ে মুছে যাবে সেই শুভ্রজলে যুগে যুগে আকাশ মাটি মন-কালের গর্ভে বিলীন হবে যত সব অসত্য অপপ্রচার আর অনাকাঙ্খিত অচলায়তন ।
.
সুখের সূর্য উঠবেই হেসে পূর্বাকাশে- হবেই হবে অবশেষে নতুন অঙ্কুরোদ্গম।
। **** ।
২৫ শে মে, ২০১৬ রাত ১:০০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল ভাই। অনেক দিন পরে সর্ব প্রথম আপনার মন্তব্য পেলাম। খুব ভাল লাগছে।
২| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
ঘটক কাজী সাহেব বলেছেন: ওরে দাদা কি লিখলেইন গো এক্কারে মধুর মত খাডি কতা কইছুইন গো
আহ পরাণ খানা জুরাই গেল গা
কিরে ইমু দিতে গেলে খালি p p আইয়ে, এই p ছাড়া কি আর কি কিছু নাই কো দাদা।
ঘটকালী করন লাগবনি দাদা কন,
ছবি যা একখান দিছেন না দাদা দারুন ফাটাফাটি
২৫ শে মে, ২০১৬ রাত ১:০৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকে তো জীবনের প্রথম পেলাম কাজী সাহেব। এখনে তো মনের কথা কওন যাইবো না। আগে ভাল ভাবে জানা শো হই..... তবুও ধন্যবাদ আপনাকে অনেক শ্রম দিয়েছেন কমেন্ট করতে গিয়া ।
৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৫০
নীলপরি বলেছেন: আশাবাদী কবিতা ভালো লেগেছে ।
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম। ভাল থাকুন এই কামনা করি।
৪| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
বিজন রয় বলেছেন: দাদা কোথায় গেলেন?
কোথায় আছেন, কেমন আছেন?
সাড়া দিন।
০৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা। সিজনাল ব্যস্ততায় আছি তাই আরো দু এক মাস দেখা সাক্ষাত কমই হবে । ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার হয়েছে দাদা।