![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
সাতরঙা স্বপ্ন বুকে চেপে জীবন চলে একেবেঁকে,
নিভৃতে নিরবে করুণ সুরে বাজে সূর্যাস্তের সানাই।
গত রাতের ঘন অন্ধকারে যে ছিল অতিপ্রিয় সহায়ক শিখা-অদ্য প্রাতে সে অন্যহাতে জ্বলে অন্যভাবে কথা বলে অন্য সুরে গায়,
বিরূপ বিলাসে নাচে
অপরূপ অন্ধকারে ।
কার আলোতে তবে
এ মন উজ্জ্বল হবে
জগতের কল্যাণকল্পে গাইব কল্যাণী গান ?
আজি হতে প্রতি পলে পলে দিবসে রাতিতে এ জীবনযান এগিয়ে যাবে সূর্যাস্তের পথে.... একা
শুধুই একা ।
পূর্বাহ্ণ মধ্যাহ্ণের আহরিত সব রূপ রস গন্ধ
ছুঁড়ে ফেলে দুরে-
ধীরে ধিরে গড়িয়ে যাব সায়াহ্ণ সমীপে একা শুধুই একা ।
তারপর..... তারপর.... কোন একদিন কোন এক সময়..... .....
কোন এক অজানা মুহূর্তে...... স্বপ্নীল পৃথিরী ছেড়ে সূর্যাস্তের পর
মিশে যাব একান্তে অতল অন্ধকারে।
পিছে পড়ে র'বে... সে.. তুমি.... তোমরা তারা এবং আরো অনেকে অনেকে ।
।।।*********।।।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:২৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হলাম আপনার মন্তব্য পেয়ে । ভাল থাকুন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:০২
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কল্লোল ভাই আপনাকে। কেমন আছেন আপনি? অনেকদিন থেকে ব্লগে ছিলাম না। এখন দেখা হবে ।
৩| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:০৩
সোজোন বাদিয়া বলেছেন: "পিছে পড়ে র'বে... সে.. তুমি.... তোমরা তারা এবং আরো অনেকে অনেকে ।" ... আর আপনার কবিতা।
দুঃখভরা বিদায়ের কবিতা, শক্তিশালী।
ভাল থাকুন।
০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অত্যন্ত আনন্দের সাথে উৎসাহিত হলাম আপনার মন্তব্যে । ভাল থাকুন আপনি অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৩৭
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর কবিতা । ভালো লাগলো ।++
১৯ শে জুন, ২০১৬ রাত ৯:০০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় নীলপরী । ভাল থাকুন সবসময় এই কামনা আন্তরিক ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৪২
প্রথমকথা বলেছেন: পূর্বাহ্ণ মধ্যাহ্ণের আহরিত সব রূপ রস গন্ধ
ছুঁড়ে ফেলে দুরে-
ধীরে ধিরে গড়িয়ে যাব সায়াহ্ণ সমীপে একা শুধুই একা।
সুন্দর লিখেছেন।।