![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
কেন এত সন্দেহের ছায়া ফেল সম্প্রীতির স্বচ্ছ জলে ।
তারচেয়ে চলো অগ্নি পরীক্ষা দেই- সহমরণের চিতায় চড়ি যুগল মিলনে ।
অথবা- এক পাত্র হেমলক দাও-পান করে সক্রেটিস হয়ে যাই অমুলক সন্দেহ ঘোচাতে।
বেশ তো ছিলাম বিভোর দু'জন পরস্পরের আদর যত্নে - প্রেম প্রপাতে মগ্ন অবিরত- অবিকল মানিকজোড় পাখির মত ।
.
ইতিহাস ভূগোল তোমার আমার - উভয়েই পড়েছি কত শতবার,
গড়েছি স্বপ্নের মিনার তাজমহল সদৃশ ;
তবুও কেন আর মধুময় মন্থনে-অকারনে তিক্ততার ঝড় তোল ।
সুশীলা সুন্দরী কেন দুঃশীলা হতে চাও,
বিনা দোষে নীলাকাশে কালো মেঘ জমাও ;
কন্টকাকীর্ণ করো না কখনও সুমসৃণ পথ,
বিপথে চালাও না তোমার জীবনের রথ ।
একাত্মবোধে চলো চলি একসাথে প্রণয় গৌরবে .... সুখে সুখে আগামী অভিমুখে।
.
*******************
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ ভাই সাহেব, প্রফেশনালি সিজন চলছে বলে খুবই ব্যস্ত আছি। আপনি ভাল থাকুন এই কামনাই করছি ।
২| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন দাদ
ভাল লাগা রেখে গেলাম +
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভাল লাগায় ধন্য হল এই নগণ্য কবি । আন্তরিক ধন্যবাদসহ অজস্র ভালবাসা জানবেন আর ভাল থাকবেন ।
৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৫৩
অনু-সকল বলেছেন: বেশ তো ছিলাম বিভোর দু'জন পরস্পরের আদর যত্নে - প্রেম প্রপাতে মগ্ন অবিরত- অবিকল মানিকজোড় পাখির মত ।
.
ইতিহাস ভূগোল তোমার আমার - উভয়েই পড়েছি কত শতবার,
গড়েছি স্বপ্নের মিনার তাজমহল সদৃশ ;
অনেক ভালো হয়েছে দাদা কবিতাটি, হেমলক ;
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনার ভালো লাগায় ধন্য হলো এই নগণ্য কবি । আন্তরিক ধন্যবাদ অজস্র ভালবাসাসহ । ভাল থাকুন।
৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:০৪
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর পোস্ট।
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব খুশি হলাম পথিক ভাই। অনেকদিন পর কথা হলো। ভাল থাকুন ।
৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:২৩
বিজন রয় বলেছেন: দাদা কেমন আছেন?
সিজেনাল ব্যস্ততা কমলো?
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: গোটা রেইনি সিজনটা ব্যস্তই থাকবো দাদা ।
৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:২৬
বিজন রয় বলেছেন: দাদা অনেকদিন পর লিখলেন।
একটু সহজ করে লিখলে ভাল হয় আমাদের বুঝতে।
++++
০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হাঁ হাঁ হাঁ আর কি সহজ করবো দাদা... এটাই তো বেশ সহজ আমার কাছে । অন্যান্য কবিদের কাছে আমি লজ্জায় পড়ে যাই আমার কবিতা তুলনামূলকভাবে সহজ হয় বলে । * কোন পঙক্তি বুঝতে অসুবিধা হচ্ছে জানাবেন পরের রিপ্লাইতে বোঝায়ে দেব। ভাল থাকুন।
৭| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
ভালো লেগেছে লেখা।
অনেকদিন পর, ভালো?
০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যা ভাই অনেকদিন পর । ইদানিং খুব ব্যস্ত থাকায় । কথাবার্তা বিশেষ হচ্ছে না। আরো কিছুদিনের জন্য ক্ষমা করতে হবে আমাকে।
৮| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: দাদা যে উত্তর করছেন না!!!
অনেক ব্যস্ত বোধহয়।
০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হ্যাঁ দাদা । আমার প্রফেশনাল সিজন চলছে... ভীষন ব্যস্ত । ভাল থাকুন। কথা হবেই নমঃস্কার ।
৯| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: কি ডাক্তারবাবু আমাকে যে ভুলে গেলে । লেখা ভাল হয়েছে । কেমন আছ জানাতে ভুলবে না
২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নমঃস্কার দাদা, অবশেষে আপনার ছবি দেখা হল। প্রতিবছর এই সিজনে প্রফেশনালি ব্যস্ত থাকি দাদা তাই দেখা হয়নি... আরো কিছুদিন ক্ষমা করতে হবে আমাকে । ধন্যবাদ দাদা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ।
ভালো লাগলো
আপনি কেমন আছেন?
ব্লগে আপনাকে অনেক দিন পরে পেলাম........