![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
তোমার জলেই আপাদমস্তক ডুবেছিলাম,
ডুবতে ডুবতে অবশেষে মোহন সাঁতার শিখেছিলাম।
.
জলের ভাষায় মনের পাতায় লিখেছিলাম তোমার নাম ।
.
চিৎ সাঁতারে বুক সাঁতারে জলক্রীড়ার ষোলকলায়,
ক্রমেই যখন দক্ষ হলাম... তখন তুমি আমাকে ফেলে মিশে গেলে সাগর জলে ।
.
তাকিয়ে দেখি অবাক চোখে!
বদলে গেছে তোমার রঙ,
বদলে গেছে তোমার ঢঙ । .
এখন তুমি অপেয় অপাঙক্তেয় লবনাক্ত নীল... ঝিলমিল মরীচিকার মত কাঁদো অপর বুকে ।
.
।************।
২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: জলের ভাষায় মনের পাতায় লিখেছিলাম তোমার নাম.............।
বাহ
৩| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন দাদা।
নতুন পোস্ট দিন।
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: আপনি আর ব্লগে এলেন না!!
তাজ্জব।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: দাদা আপনি কেমন আছেন?
কোথায় হারিয়ে গেলেন আপনি?
চলে আসুন দাদা, ফিরে আসুন।