![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
৬ ফুট লম্বা এক যুবতী তার অফিসের বসকে একদিন নালিশ করলঃ- স্যার, একটা লোকপ্রতিদিন এসে আমাকে যৌননিপীড়ন করে। বসঃ- কীভাবে? মেয়েটিঃ- সে প্রতিদিনএসে বলে, তোমারচুলে কী সুগন্ধ… বসঃ- তো কী হয়েছে? মেয়েটিঃ- লোকটা ৩ ফুট লম্বা…!!!
-------------------------------------------------------------------------
এক সেক্রেটারী বার্থডেতে তার বসের কাছ থেকে একটা এক্সপেন্সিভ PEN গিফট পেল।
সে বাসায় এসে রাতের বেলা PEN দিয়ে লিখে খুব মজা পেল।
পরদিন সকালে সে চিন্তা করল,বস কে ধন্যবাদ জানিয়ে একটা SMS করি।
SMS টি যখন আসলো তখন বস ঘুমিয়ে ছিল।
SMS টি পড়লো তার বউ।পড়েই সে বাপের বাড়ী চলে গেল।
…SMS টি ছিল এইরকম… ↓↓↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
→ → → “Your penis wonderful, I enjoyed using it last night. Thanks.”
-------------------------------------------------------------------
মোতা সাহেবের দিনকাল তেমন ভালো যাচ্ছে না।
তিনি স্ত্রী, মলি আন্টিকে বললেন, “ধুর ব্যবসা-বাণিজ্যে একেবারে বরকত চলে গেছে। শেয়ার মার্কেটেও মার খাচ্ছি দিন দিন। এখন খরচাপাতি কিছু বাঁচিয়ে চলতে হবে।”, দীর্ঘশ্বাস ঝাড়লেন তিনি। “শোনো, তুমি রান্নাবান্নাটা ঠিকভাবে করতে শিখলেইতো পারো। তাহলে বাবুর্চিটাকে বিদায় করে দিতে পারি।”
মলি আন্টি আয়েশে জবাব দিলেন, “তুমিও বিছানায় একটু দক্ষ হলেই পারো। তাহলে ড্রাইভারটাকেও বিদায় করে দিতে পারি।”
©somewhere in net ltd.