নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

অন্যের মুখে হাসি ফোটাতে পারার চেয়ে সুখকর কাজ আর কী আছে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২



নায়িকার বাবা নায়কের দিকে বন্দুক তাক করে বললঃ এখনো সময় আছে, আমার মেয়েকে তুই ভুলে যা!!



নায়কঃ চৌধুরি সাহেব, আমার জান চলে যাবে, তবু আমি আপনার মেয়েকে ভুলবোনা।



(নায়িকার বাবা রেগে ঠুস করে নায়ককে গুলিকরে)



কিন্তু একি !!



গুলি তো নায়কের বুকে না লেগে নায়িকার বাবার বুকে লাগল !!



(নায়িকার মা চিৎকার করতে করতে নায়িকার বাবার কাছে দৌড়ে এলো)



তারপর কাঁদতে কাঁদতে নায়িকার মা বলল, কতবার বলেছি, চায়নিজ বন্দুক কিনোনা। কোন দিক দিয়া গুলি বের হবে, কেউ জানেনা !!!

----------------------------------------------------------------------------------





অফিসের বস মিটিংয়ে ব্যাস্ত ওবস্থায় চাকর কে বলল

চা দিতে।

চাকর চা নিয়ে আসছে হঠাৎ বস দেখল চাকর চায়ের ভিতর

একটা আঙ্গুল ডুবিয়ে রেখেছে।

বস মহা ব্যাস্ততার ভিতর ভুলে গিয়ে চা খেয়ে নিল।

পরে মনে হল চাকর তো চায়ের ভিতর আঙ্গুল দিয়ে রেখেছিল।

বস ভীষণ রাগে চাকরকে ডাকল।

বসঃ তুই আমার চায়ের ভিতর আঙ্গুল

দিয়ে রাখছিলি কেন?

চাকরঃ স্যার আঙ্গুলে ঘা হয়েছে তাই ডাক্তার

বলেছে সবসময় গরম পানির ভিতর ডুবিয়ে রাখতে।

বস রেগে গিয়ে বলল আঙ্গুলটা তোর পাছার ভিতর

দিয়ে রাখতে পারলি না ?!!!!

চাকরঃ স্যার চায়ের আগে আঙ্গুলটা ওখানেই ছিল।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.