নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

জামায়াতকে ক্ষমা চাইতে হবে: মওদুদীপুত্র

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

’৭১ এর খুন, ধর্ষণসহ মানবতাবিরোধী নৃশংস কর্মকান্ডের জন্য বাংলাদেশের উগ্র ধর্মবাদী দল জামায়াতে ইসলামীকে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে পরামর্শ দিয়েছেন খোদ পাকিস্তানে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদীর পুত্র সাইয়্যেদ হায়দার ফারুক মওদুদী।



রোববার বেলা ১১টায় তিনি ঢাকায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠক করেন। তিনি চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচার করা হোক। আর এই বিচার কাজে তিনি তার সাধ্যমতো সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।



মওদুদীপুত্র সাইয়্যেদ হায়দার ফারুক মওদুদী পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলাম লেখক হিসেবে পরিচিত। রোববার সাইয়্যেদ হায়দার ফারুক মওদুদী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেনj।



মওদুদীপুত্রের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, সাধারণ সম্পাদক কাজী মুকুল, আইন বিষয়ক সম্পাদক ড তুরিন আফরোজ ও কেন্দ্রীয় কমিটর সদস্য অধ্যাপক মোহাম্মদ সেলিম।



বাংলাদেশের জামায়াতে ইসলামী দল ধর্মের নামে যে সন্ত্রাসী রাজনীতি চালাচ্ছে তার কঠোর সমালোচনা করেন হায়দার ফারুক মুওদুদী। নির্মূল কমিটির কার্যক্রমেও পাকিস্তান থেকে তিনি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।



তিনি বলেছেন, তার ব্যক্তিগত পাঠাগারে তার পিতা আবুল আলা মওদুদীর রচনাবলী এবং জামায়াতের বিভিন্ন প্রকাশনীর বিপুল সংগ্রহ রয়েছে। দল হিসেবে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে তিনি সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরবরাহ করবেন।



হায়দার ফারুক আরও বলেছেন, সন্ত্রাসী কর্মকান্ড এবং ইসলামের অপব্যবহারে জন্য দল হিসেবে জামায়াত নিষিদ্ধকরণের আন্দোলনে `আমাদের আরও সোচ্চার হতে হবে`।



তিনি আরও বলেন, জারজ সন্তানের যেমন পৈত্রিক সম্পত্তিতে উত্তরাধিকার থাকতে পারে না তেমনি বাংলাদেশেও জামায়াতের রাজনীতি করার কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার থাকতে পারে না। জামায়াত যদি ’৭১ এর কর্মকান্ডের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে তাহলেই কেবল তাদের ক্ষমা করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।



বাংলাদেশের জামায়াতে ইসলামীকে তিনি পরামর্শ দিয়েছেন সন্ত্রাসের রাজনীতি ছেড়ে মানুষের সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে, যাতে আখেরাতে তাদের গুণাহ মাফ হয়।

রাজনীতি করা ছাড়াও মানুষের সেবা করার বহু পথ আছে বলে তিনি মন্তব্য করেন।



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.