![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
আমরা যারা ব্লগে সময় ব্যায় করি তারা নিজেদের অনেক কিছুই শেয়ার করি, অভিঙগতা শেয়ার করি, দল বাজী করি, মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করি।বিভিন্নভাবে নিজের টা প্রকাশ করি।পক্ষ প্রতিপক্ষ মিলিয়ে আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বড়।দেশ এবং দেশের বাইরে।ব্লগ এর বা্ইরেও আমাদের অনেক পরিচিত মানুষ আছে। এবার চিন্তা করেন আমাদের কত হাত। আমি নতুন লিখালিখি করছি তাই হ্য়তো সুন্দর ভাবে বালতে পারলাম না। তবে ভাবার্থর টা বুঝাতে চেষ্টা করছি। যারা ভালো লেখে তারা উদ্দোগ টা নিলে ভালো হয়।
আমাদের এমন কিছু সমস্যা আছে যা দল মত নিবিশেষে সবারই সমস্যা। সাবাই কে সমান ক্ষতি করে চলেছে।এর প্রভাব সুদুর প্রসারি কিন্তু দীর্ঘ স্থায়ি।এমন কিছে সমস্যা চিহ্নত করে, নিমুর্লের জন্য ব্লগে বা ফেবুতে ব্যাপক প্রচারোনা চালানো। জানি সবার মত এক হবেনা, তাই আমরা সমস্যকে ভিন্ন মতের বিষয় না বানিয়ে সমাধানের পথ কে ভিন্ন মত বানাই। মানে সমাধানের জন্য বিভিন্ন পথ দ্যাখায়।আজকাল ব্লগে বা ফেবু তে আলোচিত বিষয় নিয়ে রেডিও টিভি তে নিউজ হয়।
তবে যারা এসমস্যা তৈরি করছে তারা হয়ত রাজনীতিকে ঢাল হিসেবে ব্যাবহার করছে, কিন্তু আদতে তারা কিন্তু নিজের আখের গোছাতে ব্যাস্ত।
তাই মনে হয়না রাজনৈতিক ভাবে কোন বাধা আসবে। সমস্যা গুলো (আমার মতে...) এরকম
#ফরমালিনের ব্যাপক ব্যাহার
#ভারতের কিছু কিছু চ্যানেল
#পন্যের মিথ্যা প্রচার
#পন্যের মিথ্যা প্রচারে তারকাদের অংশ গ্রহন
#নিরাপদ সড়ক
#ভোক্তা আইনের প্রয়োগ না থাকা
#শিক্ষা কে পন্য করা
#যানজট
#আরও অনেক
এটা সতি, সমস্যা এতো বেশি যে কোনটা আগে সমাধান করতে হবে সেটা বের করাও একটা সমস্যা, তবে ইচ্ছে করলে সব হবে। চলুন না একবার চেষ্টা করে দেখি।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
ফিলিংস বলেছেন: ধন্যবাদ।
একটা অনুরোধ লেখটি পড়লে অবশ্যই মন্তব্য লিখুন।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যায় না। ভাল প্রস্তাব।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
ডরোথী সুমী বলেছেন: সেই চেষ্টাই করা উচিৎ সবার। ধন্যবাদ।