নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

বউ এর রচনা---------

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

১/বউ একটি গৃহপালিত প্রানী।

২/এরা গিন্নী নামেও পরিচিত।

৩/এরা সাধারন মানুষের মত।

৪/হাত,পা, নাক, কান সবই আছে।

৫/তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস পেয়েছে।

৬/পাশের বাসার ভাবীর সাথে চাপা বাজিতে এরা অতুলনীয়।

৭/আর হিন্দী সিরিয়াল এদের কাছে কে,এফ

সি তে মুরগী খাওয়ার চেয়েও উত্তম।

৮/হাজব্যাণ্ড সাথে ঝগড়া করে জয়লাভ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে

৯/হাজব্যান্ড একটু রাত করে বাসায় ফিরলে হাড়ি,পাতিল যা কিছু আছে।

১০/সব আলোর বেগে ছুরে মারতে কোন দিধা নেই এদের।

১১/আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই।

১২/আর তাদের একটা চিরন্তন বানী হচ্ছে,তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ।

১৩/তুমি জানো আমার জন্যে কত ডাক্তার,ইঞ্জিনিয়ার এসেছিল।

১৪/কলেজে থাকতে কত প্রেমপত্র পেয়েছি।

১৫/শেষমেষ বাবা তোমার মত রাম ছাগলের কাছে বিয়ে দিল।

১৬/তারপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করবে।

১৭/আর নারী নির্যাতনের কেইস করার হুমকি দিবে।



==আর এরাই হল সত্যি কারের বউ==



সংবিধিবদ্ধ সতর্কীকরন:.........ব্যাতিক্রম থাকতেই পারে

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫

আম্মানসুরা বলেছেন: X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(


১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৯

ফিলিংস বলেছেন: বউ এর ভয়ে--???

২| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

বেলা শেষে বলেছেন: This is not jock, best writing of the year! but we love them more then "Heart & Soul" আর এরাই হল সত্যি কারের বউ:

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩২

ফিলিংস বলেছেন: সেটাই উচিৎ...।

৩| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: হা হা হা B-) B-) B-) :D :D :D :D :-P :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 =p~

মন চায় আরও হাসতে....................... হা হা হা আহা রে হি হি হি।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩

ফিলিংস বলেছেন: হি হি হি হি হি হি হা হা হা হা হা হা

৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বউ রচনা ভালো হয়েছে। ১০-এ ১০ দিলাম :)

৫| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.