নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

গিটার.....

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫



একটা গল্প বলি !

এক গায়ক নিউ ইয়র্কে বিশাল মিউজিক মলে ঘুরছেন পছন্দের গীটারের জন্য। খুজতে খুজতে একটা গীটার পেয়েও গেলেন। গীটার কেনার

আগে দোকানদারকে অনুরোধ করলেন একটু বাজিয়ে দেখা যাবে কিনা। বিশাল দোকান গুলিতে সাধারণত মালিকরা থাকেন না, কিন্তু ঐ শো রুমে সেদিন তার মালিক ছিলেন। মালিক ছিলেন আবার মিউজিকের ভক্ত। তিনি দিলেন গীটার বাজিয়ে দেখার সুযোগ। গীটার একটু বাজিয়ে দেখার পর দেখলেন সব ঠিক আছে। কিন্তু গীটার এর দাম শুনে গায়ক দমে গেলেন।

তিনি গরীব দেশের গরীব গায়ক। প্রায় কয়েক লাখ টাকা এই মুহূর্তে তার কাছে নাই। তাই মন খারাপ করে চলে আসছিলেন। কিন্তু গীটারের শো রুমের মালিক তার গীটার বাজানো শুনে অনুরোধ করলেন আরেকবার

বাজানোর জন্য। তাই গায়ক খুশীই হলেন। তার দেশে এই ধরণের গীটার পাওয়া যায়না। তাই মনের মাধুরি মিশিয়ে বাজালেন আবার গীটার।

তার গীটার বাজানো শুনে পুরো শপিং মলের লোকজন জড়ো হয়ে গেছে। সবাই তন্ময় হয়ে শুনছে গীটার বাজানো।

গীটার বাজানো শুনে সবাই বলছে এমন গীটার বাজানো তারা অনেকদিন শুনেন নাই। আর শপিং মলের মালিকও ভূয়সী প্রশংসা করলেন গীটার

বাজানোর। কিন্তু চলে আসার সময় গায়কের মন খারাপ এমন একটি গীটার তার কেনা হলনা। মন খারাপ করে চলে আসছিলেন গায়ক, এমন সময়

শপিং মলের মালিক খুশী হয়ে গিটারটা প্যাক করে গিফট করে দিলেন গায়ককে। এই গায়ক আর কেউ নন, তিনি আমাদের আইয়ুব বাচ্চু।

এমন অভাগা দেশে জন্মানো এক আইয়ুব বাচ্চুকে আমরা সম্মান দিতে জানিনা, কিন্তু বিদেশীরা ঠিকই সম্মান দেয়।

ঘটনাটা অনেক আগে শোনা, একটু ভুল হতে পারে, কিন্তু মূল ঘটনা সত্যি।

সমস্যা নাই বাচ্চু ভাই, যারা আপনার বুকভরা অভিমানরে শ্রদ্ধা করে,

আপনারে ভালোবাসে, তাদের হাততালির কোনদিন

অভাব হবেনা আপনার জন্য......একটা গল্প বলি !

এক গায়ক নিউ ইয়র্কে বিশাল মিউজিক মলে ঘুরছেন পছন্দের গীটারের জন্য। খুজতে খুজতে একটা গীটার পেয়েও গেলেন। গীটার কেনার

আগে দোকানদারকে অনুরোধ করলেন একটু বাজিয়ে দেখা যাবে কিনা। বিশাল দোকান গুলিতে সাধারণত মালিকরা থাকেন না, কিন্তু ঐ শো রুমে সেদিন তার মালিক ছিলেন। মালিক ছিলেন আবার মিউজিকের ভক্ত। তিনি দিলেন গীটার বাজিয়ে দেখার সুযোগ। গীটার একটু বাজিয়ে দেখার পর দেখলেন সব ঠিক আছে। কিন্তু গীটার এর দাম শুনে গায়ক দমে গেলেন।

তিনি গরীব দেশের গরীব গায়ক। প্রায় কয়েক লাখ টাকা এই মুহূর্তে তার কাছে নাই। তাই মন খারাপ করে চলে আসছিলেন। কিন্তু গীটারের শো রুমের মালিক তার গীটার বাজানো শুনে অনুরোধ করলেন আরেকবার

বাজানোর জন্য। তাই গায়ক খুশীই হলেন। তার দেশে এই ধরণের গীটার পাওয়া যায়না। তাই মনের মাধুরি মিশিয়ে বাজালেন আবার গীটার।

তার গীটার বাজানো শুনে পুরো শপিং মলের লোকজন জড়ো হয়ে গেছে। সবাই তন্ময় হয়ে শুনছে গীটার বাজানো।

গীটার বাজানো শুনে সবাই বলছে এমন গীটার বাজানো তারা অনেকদিন শুনেন নাই। আর শপিং মলের মালিকও ভূয়সী প্রশংসা করলেন গীটার

বাজানোর। কিন্তু চলে আসার সময় গায়কের মন খারাপ এমন একটি গীটার তার কেনা হলনা। মন খারাপ করে চলে আসছিলেন গায়ক, এমন সময়

শপিং মলের মালিক খুশী হয়ে গিটারটা প্যাক করে গিফট করে দিলেন গায়ককে। এই গায়ক আর কেউ নন, তিনি আমাদের আইয়ুব বাচ্চু।

এমন অভাগা দেশে জন্মানো এক আইয়ুব বাচ্চুকে আমরা সম্মান দিতে জানিনা, কিন্তু বিদেশীরা ঠিকই সম্মান দেয়।

ঘটনাটা অনেক আগে শোনা, একটু ভুল হতে পারে, কিন্তু মূল ঘটনা সত্যি।

সমস্যা নাই বাচ্চু ভাই, যারা আপনার বুকভরা অভিমানরে শ্রদ্ধা করে,

আপনারে ভালোবাসে, তাদের হাততালির কোনদিন

অভাব হবেনা আপনার জন্য......

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: গুনীদের কদর একমাত্র এই দেশেই করা হয় না।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

ফিলিংস বলেছেন: আসলেই এদেশে গুনীদের কদর নাই।পাশের দেশে সিনিয়র শিল্পীদের জুনিয়র শিল্পীরা কিভাবে সম্মান করে, পায়ের ধুলা মাথাই নেয়। বিশ্বকাপের অনিষ্ঠানে দেখলাম উদিৎ নারায়ন কিভাবে এ আর রহমান কে সম্মান করে। আর আমেদের সালাম, কালাম দুই দিন শিল্পী হয়ে কি হনু রে অবস্থা হয়ে যায়। দুই দিন পা এরাও আর সম্মান পাইনা।

২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আইয়ুব বাচ্চু-মাইলস কি সব ভজঘট পাকায়ে গেসে, কিসুই বুঝলাম না ||

৩| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

দালাল০০৭০০৭ বলেছেন: গুনীদের কদর নাই রে ভাই

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

ফিলিংস বলেছেন: লেখক বলেছেন: আসলেই এদেশে গুনীদের কদর নাই।পাশের দেশে সিনিয়র শিল্পীদের জুনিয়র শিল্পীরা কিভাবে সম্মান করে, পায়ের ধুলা মাথাই নেয়। বিশ্বকাপের অনিষ্ঠানে দেখলাম উদিৎ নারায়ন কিভাবে এ আর রহমান কে সম্মান করে। আর আমেদের সালাম, কালাম দুই দিন শিল্পী হয়ে কি হনু রে অবস্থা হয়ে যায়। দুই দিন পা এরাও আর সম্মান পাইনা।

৪| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৯

জেরিফ বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: গুনীদের কদর নাই রে ভাই

আইয়ুব বাচ্ছু একজন লিজেন্ড ।রিসপেক্ট এভার :)

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

ফিলিংস বলেছেন: লেখক বলেছেন: আসলেই এদেশে গুনীদের কদর নাই।পাশের দেশে সিনিয়র শিল্পীদের জুনিয়র শিল্পীরা কিভাবে সম্মান করে, পায়ের ধুলা মাথাই নেয়। বিশ্বকাপের অনিষ্ঠানে দেখলাম উদিৎ নারায়ন কিভাবে এ আর রহমান কে সম্মান করে। আর আমেদের সালাম, কালাম দুই দিন শিল্পী হয়ে কি হনু রে অবস্থা হয়ে যায়। দুই দিন পা এরাও আর সম্মান পাইনা।

৫| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নিন্দুকেরা কয় - যে দেশে গুনিদের কদর হয় না সে দেশে নাকি গুনির জন্ম হয় না। কথা কি সত্যি?

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

ফিলিংস বলেছেন: রাজনীতিবিদ দের দ্যাখেন, সত্য কি মিথ্যা নিজেই বুঝতে পারবেন।

৬| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৭

আমিনুর রহমান বলেছেন:




আইয়ুব বাচ্চু গ্রেট। দিন দিন আমাদের দেশে একে অপরের প্রতি সম্মান করার প্রবণতা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এই দেশে সম্মানিত লোকদের সম্মান করতে সবাই আমরা ভুলে যাবো।

আইয়ুব বাচ্চু'র প্রতি সহস্র সালাম আর আপনাকে ধন্যবাদ পোষ্টের জন্য।

৭| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ২:১২

ফিলিংস বলেছেন: পোষ্ট টি পড়া এবং সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.