![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
বি এন পি র গঠন তন্ত্র বা উদ্দ্যেশ্য আর জামাতের গঠন তন্ত্র বা উদ্দ্যেশ্য কি এক ? তাহলে কোন যুক্তি তে এরা এক জোট হয়ে ক্ষমতায় যেতে চাই বা আন্দোলন করে। জামাতের উদ্দ্যেশ্য সরকার গঠন করে রাষ্ট্রে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে আর বি এন পি সরকার গঠন করে রাষ্ট্রে বৃটিশ আইন বা চলতি আইন কে প্রতিষ্ঠা করবে, তাহলে কোন যুক্তি তে এরা এক জোট হয়ে ক্ষমতায় যেতে চাই বা আন্দোলন করে। ইসলাম আল্লাহর অনুগ্রহ বা সাহায্য ছাড়া কোথাও কি প্রতিষ্ঠা করা যায় না যাবে, এটাতো
বি এন পি র চাইতে জামাতের ভালো বোঝার কথা। যে আল্লাহ প্রতি যত বেশী বিশ্বাস স্থাপন করবে এবং তার হালাল হারাম কে মানবে সে ততবেশি তার সাহায্য পেয়েছে বা পাবে। আর জামাত ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর প্রতি বেশি বিশ্বাসি না ক্ষমতায়। তারা কি আল্লাহর হালাল হারাম কে পুরাপুরি মানে। সারাদিন মালিকের মনের মত কাজ করে দিন শেষে যদি মালিকের একটি হারামের পথে যাই তবে কি মালিক আমার বিপদে আমাকে সাহায্য করবে বা আমার প্রতি খুশি মনে তাকাবে।
ইসলামে নারী নেতা হারাম। অথচ এ হারামের সাথে হালালের জোট করে আল্লাহর সাহায্য চাই বা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। আর এটা যে হারাম সেটাও বলেনা।আইন তো আল্লাহর হালাল কে প্রতিষ্ঠা করা আর হারাম কে উচ্ছেদ করা। প্রথমেই যে একটি হারাম কে বৈধতা দিল তার দ্বারা হালাল কে প্রতিষ্ঠা করা কতটুকু সম্ভব সে প্রশ্ন কি আসতে পারে না ??? বি এন পি কি ইসলাম মেনে আন্দোলন করে যে সে আন্দলনে ইসলামি কোন দলের সমর্থন থাকবে, আর এ সমর্থন কি আল্লাহতালা কে রাজি খুশি করার জন্য না বি এন পি কে ??????????????????????
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
ফিলিংস বলেছেন: আল্লাহতায়ালা আমার, আমি যেমন ইচ্ছা তেমন করে ডাকব। উনার সাথে বুঝা পরা হবে আমার। পারলে সঠিক মন্তব্য করুন। নাহলে করেন না।
আপনার কি করে মনে হল যে উনার সাথে আপনার চাইতে আমার সম্পর্ক কম ???
২| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
নহে মিথ্যা বলেছেন: সবটাই যখন ব্যাক্তিগত তাহলে জনসম্মুখে ব্যাক্তিগত জিনিষ তুলে ধরা আর নিজেকে জ্ঞানী ভেবে ভেবে আত্মঃতুষ্টি ভোগা আমার জানা মতে একটা মানষিক ব্যাধি...
এই রোগ হলে যে কোন ব্যাক্তি তার একান্ত গোপনীয় জিনিষ জনসম্মুখে বলে বেড়ায়...
যত শীঘ্রই পারেন মানষিক রোগের চিকিৎসক তথা পাগলের ডাক্তার দেখান...
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
ফিলিংস বলেছেন: নহে মিথ্যা@ আপনি যে পাগলের ডাক্তার দেখিয়ে ছিলেন তার ঠিকানা টা দিয়েন....
আমি আবারও বলছি -পারলে সঠিক মন্তব্য করুন। নাহলে করেন না।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সত্যি মিথ্যা বুঝিনা শান্তি চাই....
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৫
নহে মিথ্যা বলেছেন: ভাই "আল্লাহ" নামটা আপনার কাছে অনেক সস্তা একটা জিনিষ তাই না?? যেমন খুশি তেমন ভাবে ব্যাবহার করেছেন??
নিজের লেখা ২-৪ বার পড়েন... নিজের করা প্রশ্ন গুলির উত্তর নিজেই দিতে পারবেন... খালি খালি অন্যকে প্রশ্ন করেন কেন??
আর যদি পারেন "আল্লাহ" নামটাকে সন্মান দিতে শিখুন, কাজে দিবে ইহকালেও আর পরকালেও...