![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
আমাদের এ উপমহাদেশে ইসলাম ধর্ম আসার আগে নন মসুলমান রাস্ট্র ছিল । নন মসুলমানদের সংখ্যা ছিল বেশি এবং ক্ষমতাও ছিল বেশি, তাহলে পরবর্তি প্রজন্ম কিভাবে এত ইসলাম ধর্ম গ্রহন করল।ধর্ম কে কখনও ক্ষমতা ঠেকাতে পারেনি । আর আমাদের ইসলাম ধর্মতো কখনও না।
এবার আসি মুল কথায়, ইসলাম ধর্মের বয়স (শেষ নবী থেকে শুরু) অন্যান্ন ধর্মের তুলনায় অনেক কম। কিন্তু এর বিস্তৃতি হয়েছে অনেক বেশি এবং অনেক দ্রুত গতিতে। কারন একটাই অহিংসা এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা।
ইসলামের রীতি নীতি যেমন ইসলাম কে প্রতিষ্ঠা দান করেছে তেমন ইসলামের সেই রীতি নীতি পালন কারির দ্বারা ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়েছ। কিন্তু আমরা চলছি এখন উল্টা পথে। ইসলাম লালন পালন এবং ধারন কারি আমি হয়ে গেছি সহিংস এবং অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল।আমি অন্য ধর্মের মানুষ কে শ্রদ্ধা করিনা অন্য জনও আমাকে শ্রদ্ধা করেনা। অথচ হবার কথা ছিল এমন অন্য ধর্মের মানুষেরা আমাকে দেখে আমার ধর্মের প্রতি আকৃষ্ট হবে। ইসলামে তার অনুসারীর সকাল থেকে রাত এবং রাত থেকে সকাল পর্যণ্ত প্রতিটি শরীরিক, মানুষিক এবং অথনৈতিক কাজের নির্দেশনা দেওয়া আছে।এবং অনুসারী দাবি করতে হলে সেগুলো সবগুলো সঠীক ভাবে মানতে হবে। আংশিক মানার কোন সুযোগ নাই। আর আমরা সবগুলো মানতে পারিনা বলে সত্য ধর্ম প্রচার করছি কিন্তু নিজে সত্য নাই। কর্তার দোষে কর্ম বা কর্ম প্রালী দুষ্ট । আমার কাছে এসে আমার ধর্ম থেমে যাচ্ছে তাও আবার আমারই কারনে !!!!!
হিন্দু কিন্তু তার ঘরে হিন্দু নিয়ে আসল আর আমি আমার ঘরে কিকরে নাস্তিক নিয়ে আসলাম। আমার বাচ্চা আমার ঘর সবই তো আমার নিয়ণ্রনে ছিল। বর্তমানে যে কার্যকলাপ কে আমরা রাজনৈতিক কার্যকলাপ বলছি তা আমার ইসলামের রীতি নীতি থেকে অনেক দুরে। ধর্ম কে রাজনীতির সাথে নিতে গেলে বর্তমানের এই অনইসলামীক রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করতে হবে অথবা ইসলাম কে দুরে রেখে এসে রাজনীতি করতে হবে। আমার মনে হয় এ কারনেই ইসলামীক দল গুলো সর্মথন পাচ্ছেনা। কারন তরা মুখে বলছে ইসলামী দল আর কর্ম সুচী অন্য অনইসলামীক রাজনৈতিক দেলের মত। আর এ জন্য তারা মহান আল্লাহ তালার সাহায্য পাচ্ছেনা।
রোগ দেহকে যেমন ক্ষতি করে তেমন ভূল চিকিৎসাও দেহ কে ক্ষতি করে। আমার মনে হয় বেশীকরে।তাই শক্তি বা ক্ষমতাই ইসলাম প্রচার বা রক্ষার উপায় ভাবা টা ভূল চিকিৎসার মতই। অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মের অগ্রগতিকে বাধা দিতে পারে সত্য কিন্তু আমরা যদি আল্লাহর দ্যাখানো পথের উপর সঠিক ভাবে চলতে পারি তবে এ বাধা থাকবেনা। সঠীক পথ এবং সঠীক অনুসরন গন্তব্য নিশ্চিৎ করে দেবে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০
ফিলিংস বলেছেন: বর্তমানে যে কার্যকলাপ কে আমরা রাজনৈতিক কার্যকলাপ বলছি তা আমার ইসলামের রীতি নীতি থেকে অনেক দুরে। ধর্ম কে রাজনীতির সাথে নিতে গেলে বর্তমানের এই অনইসলামীক রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করতে হবে অথবা ইসলাম কে দুরে রেখে এসে রাজনীতি করতে হবে
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৮
মোঃ আয়ান মিয়া বলেছেন: - হরতাল কি ইসলামী দল বা সংগঠনের কর্ম সুচী হতে পারে - কতটুকু সমর্থন যোগ্য বলে আপনার মনে হয় ?