নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

এত দিন বাংলাদেশ ছিল কংগ্রেসের (ভারতের) দখলে। এখন বি জে পির সময় ভারত কি বি এন পির দখলে...???

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

কিছুদিন আগেও এমন ছিলনা।আ লীগ বিরোধী লোকজন সকাল দুপুর রাতে হাত না ধুয়ে আ লীগ এবং ভারত ধুয়ে ভাত খেত। আর এখন বি এন পি জোট লজ্জাহীন হয়ে ভারতের পিছনে ঘুরছে। তাদের সাহায্য পাবার জন্য পারলে সব দিয়ে দেয়। আমেদের কোন জাতীয় নীতি না থাকতে পারে ভারতের কিন্তু জাতীয় নীতি আছে। ক্ষমতায় যেই আসুক তাদের নীতিতে কিন্তু তারা সবসময় ঠীক থাকে। আর তাই সাপ সাপই।

যোশে হোস হারায়েন না। জেদ ঠিক রাখতে গিয়ে দেশ কে শেষ করে দিবেন না। আমরা অনেক হারিয়েছি আর না। ভুত তারাতে পেতনি ডেকে আনবেন না। কিছু ব্লগার বন্ধু কে দেখেছি দেশের সুনাম না করে সারাদিন ভারতের দুর্নাম করতে। আর এটা করতে যেয়ে তারা দেশের চাই তে ভারতের খবর রাখতো বেশি। যাই হোক এখন তাদের বলছি আপনারা তখনো ছিলেন এখোনো থাকবেন আশা করি নাহলে বি এন পি কিন্তু যোশে হোস হারায়ে ফেলতে পারে। পুরুষ মানুষ জেদে হয় রাজা আর মেয়ে মানুষ জেদে হয় বেশ্যা(সব হারায়ে ফেলে)।



ভারতের বিজেপি নেতা হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি বুঝে গেছেন আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া! তাই শেখ হাসিনা চিঠি লিখে শুভেচ্ছা জানালেও বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন মোদি! এমনটিই দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। গুম, হত্যা, অপহরণ, নির্যাতন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিশেষ আদালতে প্রেরণের প্রতিবাদে এ সভার আয়োজন করে নগর বিএনপি। শামীম বলেন, ‘ভারতের কংগ্রেসের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আসা এই সরকারের মনে ভয় ঢুকে গেছে। বিজেপির জয়ের মাধ্যমে তারা এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন পার্শ্ববর্তী দেশের আপন বন্ধুটিও হারিয়েছে।’ তিনি বলেন, ‘বিজেপি নেতা নরেন্দ্র মোদি বুঝে গেছেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাই তিনি আমাদের নেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আর মোদির অনাগ্রহের কারণেই শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার ভয়ে তাকে চিঠি লিখেছেন।



কংগ্রেসের পা ধুয়েছে আ লীগ, বি জে পির পা ধুচ্ছে বি এন পি। মুক্তি কোথায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ৮:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.